এগিয়ে ভারত-পাকিস্তান, কাছাকাছি বাংলাদেশও
এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তানকেই বেশি এগিয়ে রাখছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা। তবে তার মতে ফরম্যাটটা ওয়ানডে বলে খুব বেশি পিছিয়ে নেই বাংলাদেশও।
এশিয়া কাপের সর্বশেষ তিন আসরের দুইবারই ফাইনালে খেলেছে বাংলাদেশ। ২০১২ সালে ওয়ানডে ফরম্যাটে খুব কাছে গিয়েও শিরোপা হাতছাড়া হয়েছিল টাইগারদের। শেষ তিনবারই অবশ্য এশিয়া কাপ বাংলাদেশ খেলেছিল ঘরের মাঠে। এবার খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে। সাম্প্রতিক ফর্ম, দলের ভারসাম্য বিবেচনাতেও এশিয়ার দলগুলোর মধ্যে এসেছে বদল।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সব হিসেবে করেই বাস্তবতার ছবি তুলে ধরেছেন বাংলাদেশ অধিনায়ক, ‘সম্ভাবনা কতটুকু এভাবে আসলে বলা যায় না। দল গুলো যদি দেখেন, তাহলে আমরা খুব বেশি পিছিয়ে নেই। হয়তো ভারত অনেক ভালো দল, অনেকটাই এগিয়ে। পাকিস্তান তাদের ঘরের মাঠে খেলবে। কিছুটা বাড়তি সুবিধা তাঁরা পাবে। তাদের দলে রিস্ট স্পিনার বেশি আছে। তবুও আমার কাছে মনে হয় আমাদের সামর্থ্য আছে তাদেরকে হারানোর।’
এশিয়া কাপ এবার হচ্ছে দুই গ্রুপে। তুলনামূলক কঠিন ‘এ’ গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে। ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়েই শুরু হবে টুর্নামেন্ট। আপাতত প্রথম ম্যাচটাকেই পাখির চোখ করেছেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমরা শুরুটা কেমন করি আর পরের রাউন্ডে যেতে পারি কিনা, সেটা দেখতে হবে। এখানে বিভিন্ন ক্যালকুলেশন আছে। সব কিছু ঠিক থাকলে আমার কাছে মনে হয় আমরা খুব বেশি পিছিয়ে নেই। ’
Comments