রাজধানীর ৩ হাসপাতালকে ২৭ লাখ টাকা জরিমানা
বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর তিন নামি হাসপাতালকে জরিমানা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব, স্বাস্থ্য অধিদপ্তর এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় রাজধানীর ধানমন্ডি এলাকায় হাসপাতালগুলোতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।
হাসপাতাল তিনটি হলো আনোয়ার খান মর্ডান হাসপাতাল, ধানমন্ডি জেনারেল এন্ড কিডনি হসপিটাল এবং প্যানোরোমা জেনারেল হাসপাতাল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত হাসপাতাল তিনটিতে বিভিন্ন অনিয়ম দেখতে পায়। সেসময় হাসপাতালগুলোকে ২৭ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, আনোয়ার খান মর্ডান হাসপাতালের প্যাথলজি ল্যাবে কিছু মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া গেছে। এছাড়াও, অপারেশন থিয়েটারে পাওয়া যায় ২০১৫ সালে মেয়াদোত্তীর্ণ বেশ কিছু সার্জিক্যাল সামগ্রী।
এজন্য এ প্রতিষ্ঠানটিকে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ধানমন্ডি জেনারেল এন্ড কিডনি হসপিটালের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ঔষধ ব্যবহার করা হয়েছে। এছাড়াও, প্যাথলজিস্টের স্বাক্ষর জাল করে রিপোর্ট প্রদান, রক্তের গ্রুপ ভুল নির্ণয় করে রক্ত পরিসঞ্চালন করা এবং অতিরিক্ত ও ভুয়া বিল আদায়সহ বিভিন্ন অভিযোগ রয়েছে হাসপাতালটির বিরুদ্ধে।
এসব কারণে হাসপাতালটিকে নয় লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে, প্যানোরোমা জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারেও প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ, সার্জিক্যাল সামগ্রী ও স্যালাইন পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার বলেন- এমনকি, অপারেশন থিয়েটারে রাখা হয়েছে মুড়ি, চানাচুর, চিনি, চা-কফি, চিংড়ি ও রসের মিষ্টি যা একেবারেই অবিশ্বাস্য। এছাড়াও, প্যাথলজি টেস্ট রিপোর্টে একই প্যাথলজিস্টের নামে রয়েছে আট রকম স্বাক্ষর।
এ কারণে এ প্রতিষ্ঠানকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয় বলে উল্লেখ করেন তিনি।
Comments