ফিজিও বলছে সব ঠিক আছে: প্রধান নির্বাচক

minhajul abedin
ফাইল ছবি: বিসিবি

এশিয়া কাপের আগে বাংলাদেশের দলের তিনজন খেলোয়াড়ের খেলা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আশার খবর শুনিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। দলে চোট সমস্যা থাকায় ইতিমধ্যে স্কোয়াডে নেওয়া হয়েছে মুমিনুল হককে। তবে প্রধান নির্বাচক এটা দেখছেন কেবলই বাড়তি সতর্কতা হিসেবে। এমনিতে ফিজিও কাছ থেকে পাওয়া রিপোর্টে ‘সব ঠিক আছে’ বলে জানান তিনি।

এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পের সময় আঙুলে চোট পান নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবাল।  আগে থেকেই আঙুলে চোট থাকায় সাকিব আল হাসানের দরকার অস্ত্রোপচার। তবে সেটা এশিয়া কাপের পরই হবে বলে সিদ্ধান্ত হওয়ায় তাকে রেখেই দেওয়া হয় দল। সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে সাক্ষাতকারে সাকিব নিজেকে ২০-৩০ শতাংশ ফিট বলার পর শুরু হয়েছিল নতুন প্রশ্ন।

শান্ত, তামিম ও সাকিবের চোট প্রসঙ্গে মিনহাজুলের বক্তব্য:  

মমিনুল কেবল ব্যাকআপ

মমিনুলকে নেয়া হয়েছে কারণ শান্তর আঙ্গুলে একটু ব্যথা আছে। ওর পাঁচ দিনের মত সময় লাগতে পারে, সম্পূর্ণ ফিট হতে। আর তামিম ইকবালের পুরনো ব্যথা আছে, সেটাও আঙ্গুলের। ফিজিও থেকে পাওয়া রিপোর্টে কোন সমস্যা নেই। টুর্নামেন্ট চলাকালীন সময়ে যদি কোন সমস্যা হয়, খেলা শুরু হওয়ার আগে যদি কোন সমস্যা হয়। তাহলে ব্যাকআপ হিসেবে বাড়তি প্লেয়ার লাগতে পারে। সেই হিসেবে মমিনুলকে নেয়া।

সাকিব নিয়ে নতুন খবর নেই 

সাকিব ইস্যুতে কোন খবর নেই আমাদের কাছে। সে সার্জারিতে যাবে, এসব নিয়ে অনেক কথা হচ্ছে। ডাক্তারের কাছ থেকে আমরা কোন আপডেট পাই নি। আমরা জানি সে খেলার মত ফিট আছে। আশা করি সে পুরো টুর্নামেন্টে খেলতে পারবে।সাকিবকে নিয়েই টিম ম্যানেজমেন্ট পরিকল্পনা করছে। এই জন্যই তো দলে আছে সে।  

তামিম-শান্তর চোট চিন্তার কারণ নয় 

ইনজুরি না এটা, ফিজিও বলছে সব ঠিক আছে। আমরা একজন ব্যাকআপ প্লেয়ার দিয়ে রাখলাম, এই যাহ। ইন কেইস শান্তর হাতের ব্যথা রিকভারি করার পর যদি আবার ব্যথা বাড়ে সেই চিন্তা থেকে মমিনুলকে নেয়া। যাতে সামনে কোন সমস্যা হলে আমাদের ব্যাকআপ থাকে।

ফিজিও'র প্রতিবেদনে বাজে খবর নেই 

আমাদের পুরো দল নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে। এটা খেলার অংশ, ইনজুরি আসতেই পারে। আমাদের ফিজিও'র রিপোর্টে তেমন কোন বাজে খবর নেই। ওদের রিকভারি হচ্ছে। সেই হিসেবে আমরা ভালোই আত্মবিশ্বাসী, আশা করি টুর্নামেন্টে আমরা ভালো করব।

 

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

19m ago