কুকের বিদায়ী টেস্টে বোমরাহ-ইশান্তের ছোবল
টস জেতা ইংল্যান্ডের শুরুটা হয়েছিল ঝলমলে, শেষ টেস্ট খেলতে নামা অ্যালিস্টার কুকও সিরিজে প্রথমবারের মতো ব্যাটে পাচ্ছিলেন তাল। ওপেনিংয়ে কিটন জেনিংসের পর ওয়ানডাউনে মঈন আলির সঙ্গেও তার জমে উঠেছিল জুটি। তাতে হঠাৎ করে ছোবল আনেন জাসপ্রিত বোমরাহ-ইশান্ত শর্মা। ওভাল টেস্টের প্রথম দিনটা তাই ভারতের।
শুক্রবার ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে প্রথম দিন শেষে ৭ উইকেটে ১৯৮ রান তুলেছে ইংল্যান্ড। কুক ৭১ ও মঈন করেন ৫০ রান। ২৮ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার ইশান্ত।
জেনিংসকে নিয়ে দেখেশুনে শুরু করেছিলেন কুক। ৬০ রানের উদ্বোধনী জুটির পর জাদেজার বলে ক্যাচ দিয়ে ফেরেন জেনিংস। তবে দ্বিতীয় উইকেটে জমে যান কুক-মঈন। ফিফটি তুলে নিয়ে কুক এগুচ্ছিলেন সেঞ্চুরির দিকেই। তাদের ৭৩ রানের জুটির ভাঙেন বোমরাহ। ৭১ রান করা কুককে বোল্ড করে দেন তিনি। খানিক পর অধিনায়ক জো রুটকেও ফেরান বোমরাহ। ১ রান পর জনি বেয়ারস্টোকে দারুণ এক বলে উইকেটের পেছনে ক্যাচ বানান ইশান্ত। ১ রানের মধ্যেই ইংলিশরা হারায় ৩ উইকেট।
বেন স্টোকসকে বিপর্যয় সামালের চেষ্টায় ছিলেন মঈন। স্টোকসকে ছেঁটে ফেলে সে প্রতিরোধ ভাঙেন জাদেজা। আরও এক দারুণ ডেলিভারিতে মঈনকেও কুপোকাত করেন ইশান্ত। আগের টেস্টের হিরো স্যাম কারানকেও একই ফাঁদে ফেলেন ইশান্ত শর্মা।
শেষ বিকেলে আদিল রশিদকে নিয়ে দিনটা কোনমতে পার করেছেন জস বাটলার।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অবশ্য আগেই ৩-১ ব্যবধানে এগিয়ে জিতে নিয়েছে ইংল্যান্ড।
Comments