আমেরিকা ‘প্রতিদিন’ সমঝোতার বার্তা পাঠায়: ইরান প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র পুনরায় সমঝোতা বৈঠকের জন্য প্রতিনিয়ত ইরানকে বার্তা পাঠাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রোহানি। শনিবার ইরানের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।
হাসান রোহানি। রয়টার্স ফাইল ছবি

যুক্তরাষ্ট্র পুনরায় সমঝোতা বৈঠকের জন্য প্রতিনিয়ত ইরানকে বার্তা পাঠাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রোহানি। শনিবার ইরানের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।

মে মাসে পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্প প্রশাসনের সরে আসা এবং গত মাসে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় দেশদুটির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

তারপরও ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে চান।

‘একদিকে তারা ইরানিদের চাপ দিচ্ছে আবার অন্যদিকে প্রতিদিন আলোচনায় বসার জন্য আমাদের বার্তা পাঠাচ্ছে।’

প্রেসিডেন্ট রোহানি বলেন, ‘তারা বলেছেন এখানে আলোচনা করতে চান, ওখানে আলোচনা করতে চান। আমরা এই সমস্যার সমাধান করতে চাই।

শনিবারের ওই বক্তব্যে আমেরিকা ও ইসরায়েল ইরানের শত্রু উল্লেখ করে প্রেসিডেন্ট রোহানি বলেন, ইরান অর্থনৈতিক, মনস্তাত্বিক ও প্রচার যুদ্ধের মোকাবেলা করছে।

Comments