দ্বিতীয় দিনের পরই লাগাম ইংল্যান্ডের হাতে
শেষ তিন উইকেট নিয়ে ১৫১ রান তুললেন জস বাটলার। ধুঁকতে ধুঁকতেও ইংল্যান্ড পেয়ে যায় লড়াই করার পূঁজি। জবাবে ব্যাট করতে নামা ভারত খেই হারিয়েছে সেট ব্যাটসম্যানদের ব্যর্থতায়। লোকেশ রাহুল, চেতশ্বর পূজারা আর বিরাট কোহলি। তিনজনই ফিরেছেন থিতু হয়ে। শেষ বিকেলে তাই ভারত পড়েছে বিপাকে।
কেনিংটন ওভালে ইংল্যান্ডের করা ৩৩২ রানের জবাবে ৬ উইকেটে ১৭৪ রান তুলে দিন শেষ করেছে ভারত। হাতে চার উইকেট নিয়ে ভারত পিছিয়ে আছে ১৫৮ রানে।
ইংল্যান্ডকে গুটিয়ে দেওয়ার পর ব্যাট করতে নেমেই উইকেট হারায় ভারত। মাত্র ৩ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে এলবিডব্লিও হয়ে ফেরেন শিখর ধাওয়ান। দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে ৬৪ রানের জুটিতে পরিস্থিতি সামাল দিয়েছিলেন পূজারা।
৩৭ রান করা রাহুলকে বোল্ড করে এই জুটি ভাঙেন স্যাম কারান। খানিকপর পূজারাকে উইকেটের পেছনে ক্যাচ বানান জেমস অ্যান্ডারসন। রানের খাতা খুলার আগেই ফেরেন আজিঙ্কা রাহানে।
তবু টিকে ছিলেন কোহলি। দিচ্ছিলেন আরেকটি বড় ইনিংসের ইঙ্গিত। ফিফটি থেকে ১ রান আগে থাকতে তাকে স্লিপে ক্যাচ বানান বেন স্টোকস। আরও ইনিংসে ব্যর্থতা টেনে নিয়ে স্টোকসের বলেই ফেরেন ঋষভ পান্ত।
অভিষিক্ত হনুমা বিহারির সঙ্গে কোনমতে দিন পার করে অপরাজিত আছেন রবীন্দ্র জাদেজা।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন শেষে ১৯৮/৭) ১২২ ওভারে ৩৩২ (কুক ৭১, জেনিংস ২৩, মইন ৫০, রুট ০, বেয়ারস্টো ০, স্টোকস ১১, বাটলার ৮৯,কারান ০, রশিদ ১৫, ব্রড ৩৮, অ্যান্ডারসন ০*; বুমরাহ ৩/৮৩, ইশান্ত ৩/৬২, বিহারী ০/১, শামি ০/৭২, জাদেজা ৪/৭৯)
ভারত প্রথম ইনিংস: ৫১ ওভারে ১৭৪/৬ (রাহুল ৩৭, ধাওয়ান ৩, পুজারা ৩৭, কোহলি ৪৯, রাহানে ০, বিহারি ২৫*, পান্ত ৫, জাদেজা ৮*; অ্যান্ডারসন ২/২০, ব্রড ১/২৫, স্টোকস ২/৪৪, কারান ১/৪৬, মইন ০/২৯)
Comments