আমি বল দেখতে পাইনি: শহীদুল

সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের হাস্যকর ভুলের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ গোলরক্ষক শহীদুল আলম সোহেল। জাতীয় কাছে ক্ষমা চেয়ে তিনি দ্য ডেইলি স্টারকে বলেছেন, আসলে ফ্লাড লাইটের কারণে উড়ে আসা বলটি তিনি দেখতেই পাননি।
Shahidul Alam Shohel
বাংলাদেশ দলের গোলরক্ষক শহীদুল আলম সোহেল। ছবি: ফিরোজ আহমেদ

সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের হাস্যকর ভুলের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ গোলরক্ষক শহীদুল আলম সোহেল। জাতির কাছে ক্ষমা চেয়ে তিনি দ্য ডেইলি স্টারকে বলেছেন, আসলে ফ্লাড লাইটের কারণে উড়ে আসা বলটি তিনি দেখতেই পাননি।

শনিবার নেপালের বিপক্ষে কেবল ড্র করলেই সেমিফাইনালে উঠত বাংলাদেশ। কিন্তু খেলার ৩৩ মিনিটে ৩৫ গজ দূর থেকে নেপালের বিমল ঘারতি মাগারের নেওয়া মন্থর গতির শট গ্রিপ করতে ব্যর্থ হন শহীদুল। পিছিয়ে পড়া বাংলাদেশ আর খেলায় ফিরতে পারেনি। শেষ দিকে গোল শোধে মরিয়া হয়ে খেলতে গিয়ে হজম করে আরেক গোল। ২-০ গোলে হারে বিদায় নেয় সাফের গ্রুপ পর্ব থেকেই।  

গ্যালারিভর্তি হাজার হাজার মানুষ, টিভি লাখো ভক্তের কাছে শহীদুল পরিণত হন রীতিমতো ভিলেনে। ম্যাচের পরদিন দ্য ডেইলি স্টারকে এই গোলরক্ষক দিয়েছেন নিজের এই ভুলের ব্যাখ্যা, ‘সত্যি কথা বলতে আমি ফ্লাডলাইটের কারণে বল দেখতে পাইনি। না দেখেও বল গ্রিপ করার চেষ্টা করেছি।’

তার কারণে দল হেরে যাওয়ায় সবার কাছে ক্ষমা চেয়েছেন এই গোলরক্ষক,  ‘সবাই আশা নিয়ে এসেছিলেন আমরা সেমিফাইনাল যাব, আমাদের সবাই চ্যাম্পিয়ন দেখতে চেয়েছেন। কিন্তু আমার জন্য সেটা হয়নি। আমি দুঃখিত। সবার কাছে আমি ক্ষমা চাইছি।’

শহীদুলের বাজে গোলকিপিংয়ের নজির অবশ্যে এবারই প্রথম নয়। কদিন আগে নীলফামারীতে শ্রীলঙ্কার বিপক্ষেও তার ভুলের খেসারত দিয়েছিল দল। এরপর থেকেই এই গোলরক্ষকের একাদশ জায়গা পাওয়া নিয়ে চলছিল বিস্তর সমালোচনা।

 

Comments

The Daily Star  | English

Bangladesh’s exports slip 6.05% in November

Exports from Bangladesh declined 6.05 percent year-on-year to $4.78 billion in November amid a continued slowdown in readymade garment shipments, official figures showed today

10m ago