এক ড্র’য়ে সেমিতে মালদ্বীপ, দুই জয়েও বাদ বাংলাদেশ

একেই বলে ভাগ্য! ঝুলিতে মাত্র ১ পয়েন্ট। তাতেও সাফ সুজুকি কাপের সেমিফাইনালে মালদ্বীপ। অপরদিকে দুই দুইটি জয় নিয়েও গ্রুপ পর্ব থেকে বাদ বাংলাদেশ। ফুটবল মাঝে মধ্যে যে কতোটা নিষ্ঠুর হতে পারে তা দেখলো লাল-সবুজের দল। আর ভাগ্যদেবী কতোটা মহান হতে পারেন তাই দেখলো মালদ্বীপ।
টস জিতে সেমি ফাইনালে জায়গা করে নেয় মালদ্বীপ। ছবি : ফিরোজ আহমেদ।

একেই বলে ভাগ্য! ঝুলিতে মাত্র ১ পয়েন্ট। তাতেও সাফ সুজুকি কাপের সেমিফাইনালে মালদ্বীপ। অপরদিকে দুই দুইটি জয় নিয়েও গ্রুপ পর্ব থেকে বাদ বাংলাদেশ। ফুটবল মাঝে মধ্যে যে কতোটা নিষ্ঠুর হতে পারে তা দেখলো লাল-সবুজের দল। আর ভাগ্যদেবী কতোটা মহান হতে পারেন তাই দেখলো মালদ্বীপ।

সাত দলের সাফ সুজুকি কাপের এ গ্রুপে ছিল চারটি দল। আর বি গ্রুপে তিনটি। যেখানে ভারতের সঙ্গে ছিল দুটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ ও শ্রীলঙ্কা।  দুই দ্বীপ রাষ্ট্রই আবার ভারতের কাছে হারে ০-২ গোলে। নিজেদের মধ্যকার ম্যাচটা গোলশূন্য ড্র। পয়েন্ট ও গোল গড় দুই-ই সমান হওয়ায় ভাগ্য নির্ধারিত হয় টসে। আর টস ভাগ্য জিতেই শেষ চারে মালদ্বীপ।

ভাগ্যটা ভালো বলেই তিন দলের গ্রুপে পড়েছিল মালদ্বীপ। আর চার দলের গ্রুপে বাংলাদেশ। যেখানে প্রথম দুই ম্যাচ জিতে সেমিতে প্রায় এক পা দিয়ে রেখেছিল জামাল ভুঁইয়ার দল। কিন্তু শেষ ম্যাচে গোলরক্ষক শহিদুল আলমের এক ভুলেই কিনা সব শেষ। ঘরের মাঠে দর্শক জামাল-মামুনুলরা। আর মাত্র ১ পয়েন্ট পাওয়া মালদ্বীপই এখন ফাইনালের লড়াইয়ে।

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে রোববার ভারত ২-০ গোলে হারায় মালদ্বীপকে। ম্যাচের প্রথামার্ধেই দুই গোল আদায় করে নেয় শিরোপাধারীরা। ৩৬ মিনিটে নিখিল পুজারি ও ৪৪ মিনিটে মানবির সিং গোল করেন। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে দুই ম্যাচ জিতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

বুধবার সেমি ফাইনালে নেপালের মোকাবেলা করবে মালদ্বীপ। একই দিনে অপর সেমি ফাইনালে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

Comments

The Daily Star  | English
electoral irregularities

EC allows 29 more local observers to monitor polls

The Election Commission today allowed 29 more local observers to monitor the upcoming national election

56m ago