চট্টগ্রাম চিড়িয়াখানায় বিরল সাদা বাঘ

একটি বিরল সাদা বাঘ জন্মেছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। বলা হচ্ছে এটিই দেশের প্রথম সাদা বাঘ। গত ১৯ জুলাই চট্টগ্রাম চিড়িয়াখানায় বেঙ্গল টাইগার দম্পতি রাজ ও পরির ঘরে এই শাবকটির জন্ম হয়।

একটি বিরল সাদা বাঘ জন্মেছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। বলা হচ্ছে এটিই দেশের প্রথম সাদা বাঘ। গত ১৯ জুলাই চট্টগ্রাম চিড়িয়াখানায় বেঙ্গল টাইগার দম্পতি রাজ ও পরির ঘরে এই শাবকটির জন্ম হয়।

বন্য প্রাণী ও বাঘ বিশেষজ্ঞরা বলছেন, সাদার মধ্যে কালো রঙের ডোরাকাটা এ ধরনের বাঘের জন্ম খুবই বিরল ঘটনা।

সাধারণ রয়েল বেঙ্গল টাইগারের গর্ভে এমন সাদা শাবক জন্মের কারণ ব্যাখ্যায় বিশেষজ্ঞরা বলছেন, হতে পারে প্রাচীনকালে এদের পূর্ব পুরুষ কেউ সাদা ছিল। জিনে প্রচ্ছন্নভাবে রয়ে এই বৈশিষ্ট্যে শাবকটির জন্মের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে।

রাজ ও পরি বাঘ দম্পতির ঘরে জন্ম নিয়েছিল তিনটি শাবক। এর মধ্যে একটি জন্মের পরদিন মারা যায়। মারা যাওয়া শাবকটিও ছিল সাদা রংয়ের।

কোনো প্রাণী সচরাচর যে রঙের হয় তার চেয়ে ভিন্ন রঙের হলে সেটিকে প্রাণিবিজ্ঞানের ভাষায় বলে ‘এলবিনো’। বেঙ্গল টাইগারের ক্ষেত্রে সাদার ওপর কালো ডোরার বাঘও এলবিনো হিসেবেই গণ্য হয়।

মজার ব্যাপার হল শাবকটির ডোরা কাটা দাগ ছাড়া আর সবই সাদা। এমনকি চোখও।

বিরল এই সাদা বাঘ দেখতে যেতে পারেন চট্টগ্রাম চিড়িয়াখানায়। সেই সাথে এমন সব মজার গল্প জানতে চোখ রাখুন সাবসক্রাইব করুন স্টার লাইভ।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

3h ago