শুরুর মতো শেষ টেস্টেও কুকের সেঞ্চুরি
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টটি ইংলিশ তারকা আলিস্টার কুকেরও শেষ টেস্ট। আর নিজের শেষ টেস্টটি সেঞ্চুরি করেই রাঙিয়ে রাখলেন এ তারকা। ক্যারিয়ারের প্রথম টেস্টেও সেঞ্চুরি পেয়েছিলেন সাবেক এ ইংলিশ অধিনায়ক। টেস্ট ক্রিকেট ইতিহাসের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম ও শেষ টেস্টে সেঞ্চুরি করলেন তিনি।
ইঙ্গিতটা আগের দিনই দিয়েছিলেন কুক। ৪৬ রানে অপরাজিত ছিলেন তিনি। দারুণ ব্যাটিংয়ের ধারাবাহিকতা ধরে রেখে সোমবার তুলে নিলেন ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি। তবে কিছুটা ভাগ্যবান ছিলেন কুক। ৯৬ রানের সময় একটি সিঙ্গেল নিতে গেলে ওভারথ্রোর কারণে পাঁচ রান পেয়েই অনন্য কীর্তির উল্লাসে মাতেন এ ব্যাটসম্যান। প্রথম ইনিংসেও সেঞ্চুরির ইঙ্গিত দিয়েছিলেন কুক। তবে ৭১ রানে তাকে থামিয়েছিলেন জাসপ্রিত বুমবাহ।
২০০৬ সালে এই ভারতের বিপক্ষেই অভিষেক টেস্ট ম্যাচ খেলেছিলেন কুক। নাগপুরে সেবার দ্বিতীয় ইনিংসেই ১০৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। প্রথম ইনিংসেও করেছিলেন ৬০ রান। শেষ ম্যাচেও প্রায় অভিষেক ম্যাচের পুনরাবৃত্তি।
প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের প্রথম ও শেষ টেস্টে সেঞ্চুরি করলেন কুক। এর আগে এ কীর্তি গড়েছেন আরও চার জন খেলোয়াড়। এর তিন খেলোয়াড়ই অস্ট্রেলিয়ার – গ্রেগ চ্যাপেল, রেগিনাল্ড ডাফ ও উইলিয়াম পন্সফোর্ড। চতুর্থ খেলোয়াড় ছিলেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। তবে এদের কেউই কুকের সমান টেস্ট ম্যাচ খেলতে পারেনি। সর্বোচ্চ ৯৯ ম্যাচ খেলেছিলেন আজহার। কুক থামছেন ১৬০টি টেস্ট খেলে।
তবে কুকের সেঞ্চুরিতে দারুণ অবস্থানে রয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৪০ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহের পথে রয়েছে ইংলিশরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংলিশদের লিড ২৮৩ রান। আর কুক অপরাজিত আছেন ১০৩ রানে।
Comments