আফগান প্রিমিয়ার লিগে তামিম, মুশফিককে কিনল নাঙ্গরহর

আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল)একই দলে খেলবেন বাংলাদেশের দুই তারকা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তাদেরকে দলে নিয়েছে নাঙ্গরহর। তবে নিলামে থাকা বাংলাদেশের বাকি ছয়জনের প্রতি এখনো আগ্রহ দেখায়নি কোন দল।
Tamim-Mushfiq
ছবি: ফিরোজ আহমেদ

আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল)একই দলে খেলবেন বাংলাদেশের দুই তারকা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তাদেরকে দলে নিয়েছে নাঙ্গরহর। তবে নিলামে থাকা বাংলাদেশের বাকি ছয়জনের প্রতি এখনো আগ্রহ দেখায়নি কোন দল।

সোমবার দুইবাইয়ে বিভিন্ন দেশের ৩৫০ জন ক্রিকেটারকে নিলামে উঠানো হয়। প্লেয়ার্স ড্রাফটে ‘ডায়মন্ড’ ক্যাটাগরিতে ছিলেন তামিম। তার মূল্য ধরা হয়েছিল ৬৩ লাখ টাকা। ‘সিলভার’ ক্যাটাগরিতে মুশফিকের জন্য দলটিকে খরচ করতে হচ্ছে ২৫ লাখ টাকা। তামিম-মুশফিকের দলের আইকন খেলোয়াড় হিসেবে আছেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল।

এই নিলামে বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে আছেন  সাব্বির রহমান, আবুল হাসান রাজু, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও জুনায়েদ সিদ্দিকী।

অক্টোবরের ৫ তারিখ থেকে সংযুক্ত আরম আমিরাতে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। ২৩ অক্টোবর ফাইনালসহ সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

আফগান প্রিমিয়ার লিগে খেলবে মোট পাঁচটি দল। দেশটির পাঁচ প্রদেশ  কাবুল, কান্দাহার, নঙ্গরহার, পাকতিয়া ও বালখের নামে নামকরণ করা হয়েছে দলগুলোর। এতে আইকন হিসেবে আছেন রশিদ খান, ব্র্যান্ডন ম্যাককালাম, শহীদ আফ্রিদি, ক্রিস গেইল, শোয়েব মালিক ও আন্দ্রে রাসেল।

 

Comments

The Daily Star  | English

NBR seeks bank details of Aziz, Taposh for tax scrutiny

The National Board of Revenue (NBR) has asked for bank details of five individuals, including former Army Chief Aziz Ahmed and former South City Corporation Mayor Sheikh Fazle Noor Taposh, to scrutinise their tax compliance.

2h ago