ইন্টার মিলানের কোচ হবেন সিমিওনি
খেলোয়াড় হিসেবে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে তিন বছর কাটিয়েছেন অ্যাতলেটিকো মাদ্রিদের বর্তমান কোচ দিয়াগো সিমিওনি। অ্যাতলেটিকোর পর এ ক্লাবের প্রতি ভালোবাসাটা একটু বেশিই তার। তাই কোন এক দিন ইন্টারের কোচ হবেন এমন স্বপ্নই দেখছেন এ আর্জেন্টাইন।
সম্প্রতি ইতালিয়ান গণমাধ্যম এল পার্তিদাজোকে দেওয়া এক সাক্ষাৎকারে সিমিওনি বলেন, ‘কোন একদিন আমি ইন্টার মিলানের কোচ হব। তবে লুসিয়ানো স্পেলেত্তি ভালো করছে। ’
কিছু দিন আগে সিমিওনির বোন বলেছেন ইন্টার মিলানের কোচ হওয়া সিমিওনির জন্য সময়ের ব্যাপার মাত্র। এ প্রসঙ্গেও জানতে চাওয়া হয় সিমিওনির কাছে। উত্তরটা হেসেই দিলেন সিমিওনি, ‘এটা ঠিক যে ইতালিয়ান সাংবাদিক তাকে একটি ক্লাসিক প্রশ্ন করেছে। ’
‘আমি সবসময়ই বলে আসছি কোন একদিন আমি ইন্টারের কোচ হব। আমি এটা বিকল্প হিসেবে রেখেছি। কিন্তু তাদের একজন কোচ আছে এবং সে খুবই ভালো করছে। এবং আমি অ্যাটলেটিকোতে দুর্দান্ত কিছু সময় কাটাচ্ছি। এটা (ইন্টারে যোগ দেওয়া) যখন ঘটবে তখনই দেখ যাবে। ২০২০ সাল পর্যন্ত আমার অ্যাতলেটিকোর সঙ্গে চুক্তি আছে, মানে আরও দুই বছর বাকি আছে।’ – বোনের কথার ব্যাখ্যা দিয়ে এমনটাই বলেন সিমিওনি।
হালের অন্যতম সেরা কোচই সিমিওনি। সাদামাটা একটি দল নিয়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো জায়ান্ট দুটি দলের সঙ্গে সমান তালেই লড়াই করছে তার দল। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও লড়াই করে চোখে চোখ রেখে। তার অধীনেই অ্যাতলেটিকো সেরা সাফল্য পেয়েছে। তাই সিমিওনির মতো কোচকে নিশ্চয় পেতে চাইবে ইন্টার।
Comments