কুকের বিদায়ী টেস্টে ইংল্যান্ডের দারুণ জয়

England
ছবি: রয়টার্স

কাজটা ব্যাট হাতে অ্যালিস্টার কুকই সেরে রেখেছিলেন। জিততে হলে তাই ভারতকে গড়তে হতো অবিশ্বাস্য বিশ্বরেকর্ড। সে পথে বেশিদূর যেতে পারেনি ভারত। লোকেশ রাহুল আর ঋষভ পান্ত গড়েছিলেন প্রতিরোধ। কিন্তু পাহাড় টপকানোর চ্যালেঞ্জে তা যথেষ্ট হয়নি।

মঙ্গলবার ওভালে পঞ্চম ও শেষ টেস্ট ইংল্যান্ড জিতল ১১৮ রানে। পাঁচ ম্যাচ সিরিজে স্বাগতিকদের জয় ৪-১ ব্যবধানে।

মোহাম্মদ শামির উইকেট নিয়ে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়ে গেছেন জেমস অ্যান্ডারসন, খেলাও শেষ করে দেন তিনি। তখন ভারতের স্কোর বোর্ডে ৩৪৫ রান। ৪৬৪ রানের জয়ের লক্ষ্যে নেমে ২ রানে ৩ উইকেট হারানো দলের জন্য তাও অনেক।

এত রান এসেছে আসলে কেবল দুজনের ব্যাটের ঝলকেই। ওপেনার লোকেশ রাহুল খেলছেন ১৪৯ রানের ইনিংস। ঋষভ পান্ত করেন ১১৪ রান। ৪৫ রানে ২ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা অ্যান্ডারসন। স্যাম কারান পেয়েছেন ২ উইকেট।

জীবনের শেষ টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২১৮ রান করে ম্যাচ সেরা হয়েছেন কুক। পেয়েছেন রাজসিক বিদায়।

 

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৩২

ভারত প্রথম ইনিংস: ২৯২

ইংল্যান্ড ২য় ইনিংস: (তৃতীয় দিন শেষে ১১৪/২) ১১২.৩ ওভারে ৪২৩/৮ ডিক্লে. (কুক ১৪৭, জেনিংস ১০, মইন ২০, রুট ১২৫, বেয়ারস্টো ১৮, স্টোকস ৩৭, বাটলার ০, কারান ২১, রশিদ ২০*; বুমরাহ ০/৬১, ইশান্ত ০/১৩, শামি ২/১১০, জাদেজা ৩/১৭৯, বিহারি ৩/৩৭)

ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ৪৬৪, চতুর্থ দিন শেষে ৫৮/৩) ৯৪.৩ ওভারে ৩৪৫ (রাহুল ১৪৯, ধাওয়ান ১, পুজারা ০, কোহলি ০, রাহানে ৩৭, বিহারি ০, পান্ত ১১৪, জাদেজা ১৩, ইশান্ত ৫, শামি ০, বুমরাহ ০*; অ্যান্ডারসন ৩/৪৫, ব্রড ১/৪৩, মইন ১/৬৮, কারান ২/২৩, স্টোকস ১/৬০, রশিদ ২/৬৩, রুট ০/১৭)

ফল: ইংল্যান্ড ১১৮ রানে জয়ী

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৪-০তে জয়ী

ম্যান অব দা ম্যাচ: অ্যালেস্টার কুক

Comments

The Daily Star  | English

Two loud explosions heard in Iran capital: AFP

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

8h ago