ভূমিকম্পে কাঁপল দেশ

রাজধানী ঢাকাসহ দেশের বিভন্ন এলাকায় আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। ১০টা ৫০ মিনিটে শুরু হওয়া এই ভূমিকম্প প্রায় এক মিনিট স্থায়ী ছিল।

রাজধানী ঢাকাসহ প্রায় সারাদেশে আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। ১০টা ৫০ মিনিটে শুরু হওয়া এই ভূমিকম্প প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল। 

আবহাওয়া অধিদপ্তরের সিসমিক অবজারভেটরি এন্ড রিসার্ভ সেন্টারের কর্মকর্তা মো. মমিনুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৯৩ কিলোমিটার উত্তরে ভারতের আসামে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। 

ভূমিকম্পের পর আতঙ্কিত লোকজন বিভিন্ন ভবন ও বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এতে ক্ষয়ক্ষতির কোনো কথা জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস’র তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের সপ্তগ্রাম এলাকায়। রিখটারস্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

Comments