মানবাধিকার নিয়ে কথা বললেই সরকারের বিরোধিতা ধরে নেওয়া হচ্ছে: সুলতানা কামাল

বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা নিয়ে যারা কাজ করছেন তারা এখন সবচেয়ে অসুবিধাজনক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলে মনে করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল। তিনি বলেছেন, ‘মানবাধিকার নিয়ে কথা বললেই সরকার আপনাআপনি ধরে নিচ্ছে যে তাদের বিরোধিতা করা হচ্ছে।’
sultana kamal
মানবাধিকার কর্মী সুলতানা কামাল। স্টার ফাইল ছবি

বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা নিয়ে যারা কাজ করছেন তারা এখন সবচেয়ে অসুবিধাজনক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলে মনে করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল। তিনি বলেছেন, ‘মানবাধিকার নিয়ে কথা বললেই সরকার আপনাআপনি ধরে নিচ্ছে যে তাদের বিরোধিতা করা হচ্ছে।’

আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে মানবাধিকার কর্মীদের এক সম্মেলনে এই অভিযোগ করেন সুলতানা কামাল।

দেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে।’ এর মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে সংবিধান লঙ্ঘিত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান মিজানুর রহমান, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং ও অস্ট্রেলিয়ার উপ-হাইকমিশনার পেনি মর্টন।

Comments

The Daily Star  | English

JP headed for yet another split?

Jatiya Party, the main opposition party in parliament, is facing another split centering the conflict between its Chairman GM Quader and Chief Patron Raushan Ershad over MP nominations, party insiders said.

3h ago