দিবালাকেই রোনালদোর সঙ্গী হিসেবে চাইছেন টনি

সিরি এ’তে তিন ম্যাচ খেলে ফেললেও এখনও গোলের দেখা পাননি হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। তার এ গোল খরার জন্য কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিকে কিছুটা দায় দিচ্ছেন ইতালির বিশ্বকাপ জয়ী সাবেক ফুটবলার লুকা টনি। রোনালদোর সঙ্গে দিবালাকে খেলানোর পরামর্শ দিয়েছেন সাবেক এ ফুটবলার।

মৌসুমের প্রথম ম্যাচে শিয়েভোর বিপক্ষে মূল একাদশে ছিলেন দিবালা। দ্বিতীয় ম্যাচে লাৎজিওর বিপক্ষে তাকে মাঠে নামাননি কোচ। আর তৃতীয় ম্যাচে পারমার বিপক্ষে খেলেছেন মাত্র ১০ মিনিট। অথচ এ খেলোয়াড়ই গত মৌসুমে ছিলেন দলের সেরা অস্ত্র। তার উপর আস্থা রাখতে বললেন টনি।

ইতালিয়ান গণমাধ্যম গাজেত্তা দেয়ো স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে টনি বলেন, ‘যখন মানজুকিচ খেলে তখন সে (রোনালদো) চারপাশে খেলে। কিন্তু দিবালা খেললে সে মাঝখানে খেলতে পারে। তারা দুই জন এক সঙ্গে খেলতে পারে। তবে আলেগ্রিকে সঠিক ভারসাম্যটা খুঁজে পেতে হবে। দিবালা কোন সমস্যা হতে পারে না। সে তেভেজের মতো খেলতে পারে, বল নিয়ে গভীরে যেতে পারে।’

তিন ম্যাচে বারপোস্টে মোট ২৩টি শট নিয়েছেন রোনালদো। কিন্তু গোলের দেখা পাননি। তাই ভাগ্যকেও কিছুটা দায় দিচ্ছেন টনি, ‘সে অনেক গোল করবে। এখন পর্যন্ত সে একটু দুর্ভাগা ছিল। সে তার সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু গোল পাচ্ছে না। কিন্তু তার গোল ছাড়াও জুভেন্টাস জিতে চলেছে। যে কোন সময়ই সে গোল পাবে।’

খুব শিগগীরই রোনালদো গোল পাবেন আশা করলেও মৌসুমে ৪০ গোল পাওয়া কঠিন হবে বলে মনে করেন টনি। টানা আট মৌসুম ধরে কমপক্ষে ৪০টি করে গোল দিয়েছেন এ পর্তুগিজ। তবে ইতালির রক্ষণাত্মক ধাঁচের ফুটবলের কারণে কাজটা বেশ দুরূহ হবে, ধারণা টনির।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago