হাতিরঝিলে সেতুর রেলিং ভেঙে মাইক্রোবাস পানিতে
রাজধানীতে হাতিরঝিলে সেতু থেকে পানিতে পড়ে যাওয়া মাইক্রোবাসটিকে টেনে তোলা হয়েছে। সেতুর ওপর মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে পানিতে পড়ে আংশিকভাবে ডুবে গিয়েছিল।
গুলশান পুলিশ প্লাজার পেছনে পানিতে পড়ে যাওয়া রূপালি রঙের এই মাইক্রোবাসটিতে চালক ছাড়া আর কোনো যাত্রী ছিলেন না। দুর্ঘটনার পর চালক সাঁতরে পাড়ে উঠেছেন।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে রেলিং ভেঙে মাইক্রোবাসটি পানিতে গিয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে গাড়িটি তোলার কাজ শুরু করে। সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মাইক্রোবাসটি টেনে পাড়ে তোলা হয়।
Comments