তামিমকে মাশরাফির টুপি খোলা অভিনন্দন
মোস্তাফিজুর রহমান যখন রানআউট হন তখন ধারাভাষ্যকার বলছিলেন দলের শেষ উইকেটের পতন। কারণ ওপেনার তামিমকে আগেই যে প্লাস্টার করা অবস্থায় দেখাচ্ছিল স্ক্রিনে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাঠে নেমে পরেন তামিম। আর তাতে অবাক ক্রিকেট বিশ্ব। তামিমের এ নিবেদনে তাকে টুপি খোলা অভিনন্দন জানিয়েছেন দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
২২৯ রানে মোস্তাফিজ আউট হওয়ার পর মাঠে নামেন তামিম। মুশফিক তখন স্বাভাবিকভাবেই ব্যাটিং করছিলেন। তামিমকে মাঠে দেখার যেন আগ্রাসী হয়ে উঠলেন। এরপর একাই করলেন ৩২টি রান। যার মধ্যে ছিল ৩টি করে চার ও ছক্কা। মাশরাফির ভাষায়, ‘আমার মনে এতে মুশফিকও তেতে গিয়েছে। এই অবস্থায় ও যখন নেমেছে তাই মুশফিককেই সাহায্য করেছে ওই ৩০/৩২টা রান করার জন্য। আসলে ছোট করে বলতে পারছি না। তামিমকে টুপি খোলা অভিনন্দন।’
তবে শুধুই মুশফিককে সঙ্গ দিতে নেমেছেন তামিম তাও নয়, সুরাঙ্গা লাকমালের একটি বলও সামলেছেন এক হাতে। তাতেই বিশ্বের কোটি ভক্তের হৃদয় জয় করেছেন এ ব্যাটসম্যান। মাশরাফি বললেন সে কথাই, ‘তামিমকে মনে রাখা উচিত এ ম্যাচের জন্য। শুধু এ ম্যাচের জন্য না। মনে রাখতে হবে এখানে যে কোন কিছু ঘটতে পারত। অবশ্যই ওর ক্যারিয়ারের ব্যাপার ছিল।’
তবে তামিমের মাঠে নামায় দলীয় কোন সিদ্ধান্ত ছিল কি না তা খুলে বলেননি মাশরাফি। এটা তামিমের কাছ থেকে জেনে নেওয়ার কথা বলেন অধিনায়ক, ‘এটা ওই (তামিম) বলুক। ওই ভালো বলতে পারবে। কারণ সিদ্ধান্তটা দিন শেষে ওই নিয়েছে।’
Comments