বিলবাওয়ের মাঠে পয়েন্ট খোয়াল রিয়াল
লা লিগায় নিজেদের চতুর্থ ম্যাচেই হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। অ্যাতলেটিক বিলবাওর মাঠে গিয়ে কুলিয়ে উঠতে পারেনি দলটি। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয়ার্ধে গোল আদায় করে সমতায় ফেরে তারা। তবে জয় পায়নি ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। সান মামেসে শনিবার রাতে ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বিলবাও। তবে বল দখল ছিল রিয়ালের পায়েই বেশি। কিন্তু আক্রমণ দানা বেঁধে উঠছিল না। ২৯ মিনিটে বলার মতো প্রথম আক্রমণ করেন আসেনসিও। তবে তার শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক উনাই সিমোন।
কিন্তু তিন মিনিট পর পিছিয়ে পরে রিয়াল। সতীর্থের পাসে গোলমুখে জটলায় বল পেয়ে যান ইকের মুনিয়াইন। আলতো টোকায় বল জালে জড়ান এ স্ট্রাইকার। ৩৮ মিনিটে লুকা মদ্রিচের দূরপাল্লার শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক সিমোন।
৫৯ মিনিটে প্রায় বিপদ ডেকে এনেছিলেন সেই গোলরক্ষক সিমোনই। গ্যারেথ বেলের ফ্রিকিক ঠিক ভাবে ধরতে না পারলে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন সের্জিও রামোস। দারুণ দক্ষতায় রামোসের শট ফিরিয়েছেন তিনি। তবে চার মিনিট পর গোল আদায় করে নেয় রিয়াল। বেলের ক্রস থেকে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন ইসকো।
দুই মিনিট পর গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন আসেনসিও। তবে সিমোনকে পরাস্ত করতে পারেননি তিনি। ফিরতি বল পেয়ে লক্ষ্যে রাখতে পারেননি করিম বেনজেমাও। ম্যাচের যোগ করা সময়ে গোল পেতে পারতো বিলবাও। তবে ঝাঁপিয়ে পরে সে যাত্রা দলকে রক্ষা করেন গোলরক্ষক থিবো কর্তোয়া।
এ ড্র ফলে প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। আর চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। আর তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে অ্যাতলেটিক বিলবাও।
Comments