আন্তর্জাতিক

মালয়েশিয়ায় পাসপোর্ট আটকে রাখায় বাংলাদেশির ৮০ মাস কারাদণ্ড

পাসপোর্ট আটকে রাখাসহ অভিবাসন সংক্রান্ত অপরাধে এক বাংলাদেশিকে ৮০ মাসের কারাদণ্ড দিয়েছেন মালয়েশিয়ার আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৩০ হাজার রিঙ্গিত জরিমানা ও দুই বার বেত্রাঘাতেরও সাজা দেওয়া হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিকস

পাসপোর্ট আটকে রাখাসহ অভিবাসন সংক্রান্ত অপরাধে এক বাংলাদেশিকে ৮০ মাসের কারাদণ্ড দিয়েছেন মালয়েশিয়ার আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৩০ হাজার রিঙ্গিত জরিমানা ও দুই বার বেত্রাঘাতেরও সাজা দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ৪০ বছর বয়সী মো. মহিউদ্দিন মামুন মালয়েশিয়ায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। অভিবাসন আইনে তার বিরুদ্ধে ১৬টি অভিযোগ আনা হয়েছে।

মালয়েশিয়ার পেকান নামাস অভিবাসন আদালত এই সাজা ঘোষণা করেন। এসময় তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

আদালত বলেছেন, সিঙ্গাপুরের পার্শবর্তী জহর বারু শহরে গত ২৭ আগস্ট বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে তিনি অপরাধ সংঘটিত করেছেন। তার বিরুদ্ধে প্রথম ১৪টি অভিযোগে বলা হয় যে তিনি বেআইনিভাবে মানুষের পাসপোর্ট আটকে রেখেছিলেন। অন্য দুটি অভিযোগ ভ্রমণের কাগজপত্রে জালিয়াতি ও স্যোশাল ভিজিট পাস লঙ্ঘন সংক্রান্ত।

 

কপিরাইট দ্য স্টার অনলাইন/এশিয়া নিউজ নেটওয়ার্ক

Comments

The Daily Star  | English
Is human civilisation at an inflection point?

Is human civilisation at an inflection point?

Our brains are being reprogrammed to look for the easiest solutions to our most vexing social and political questions.

9h ago