স্পিনে স্পিনে টক্করের সম্ভাবনা দেখছেন মিরাজ
আফগানিস্তানের বিপক্ষে নামার আগে সবচেয়ে বেশি আলোচনায় স্পিন। টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী স্পিন আক্রমণ নিয়ে এসেছে আফগানিস্তান। রশিদ খান, মুজিব-উর রহমানরা তাদের ঘূর্ণি বলের মুন্সিয়ানায় কাবু করেছেন শ্রীলঙ্কাকে। আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে নামার আগে স্পিনে-স্পিনে টক্কর হওয়ার সম্ভাবনা দেখছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।
সামনে টানা খেলা থাকায় মঙ্গলবার দলের সবাইকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্রামের দিনটা অবশ্য দুবাই শহর ঘোরাঘুরির কাজে লাগাচ্ছেন মিরাজরা।
বাংলাদেশ দলে স্পিন বিভাগে সাকিব আল হাসানের সঙ্গে সবচেয়ে বড় শক্তি অফ স্পিনার মিরাজ। শহর দেখতে বের হওয়ার আগে আফগানিস্তানের স্পিনারদের সঙ্গে তুলনায় নিজেদের পিছিয়ে রাখতে চাইলেন না, ‘আমাদেরও কিন্তু স্পিনাররা ভাল খেলছে। বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব ভাই আছে। সেইসঙ্গে আরও যারা স্পিনার আছে সবাই ভালো করছে।’
কেবল স্পিন নয়। প্রথম ম্যাচে দারুণ পারফরম্যান্স ছিল বাংলাদেশের পেসারদের। অধিনায়ক মাশরাফি মর্তুজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমানরা কাজের সময় উইকেট তুলেছেন, জায়গায় বল ফেলে ব্যাটসম্যানদের আগলে রাখার কাজ করেছেন ঠিকঠাক। পেস-স্পিন সব মিলিয়ে কোথাও খামতি দেখছেন না মিরাজ, ‘সব মিলিয়ে সব বিভাগই ভারসাম্যপূর্ণ আছে, পেস বোলিং বিভাগও ভারসাম্যপূর্ণ। আশা করি যে খুব ভাল একটা ম্যাচ হবে।’
বোলারদের কাজ নয় ঠিকঠাক হলো। আফগান স্পিনারদের মোকামেলা করতে প্রস্তুত তো বাংলাদেশ? গেল জুনে টি-টোয়েন্টি সিরিজে ওদের স্পিনে কাবু হওয়ার স্মৃতি বেশ তরতাজাই। তবে ফরম্যাটটা ভিন্ন বলেই দলের ব্যাটসম্যানদের সেই দুর্বলতার কথা আড়াল করতে চাইলেন মিরাজ, ‘আমাদের যারা ব্যাটসম্যান আছে তারা স্পিন খুব ভাল খেলে। আশা করি কোন সমস্যা হবে না। আর ওটা (আফগানিস্তানের বিপক্ষে সিরিজ) ছিল টি-টোয়েন্টি। টি-টোয়েন্টির সঙ্গে পার্থক্য আছে। এটা ৫০ ওভারের খেলা, সিঙ্গেল নিয়ে, স্ট্রাইক বদলে খেলার সুযোগ থাকে। ওইরকম তাড়াহুড়ো করা লাগে না।’
Comments