ইভিএম কেনার জন্যে ৩ হাজার ৮২৫ কোটি টাকা

evm
স্টার ফাইল ছবি

দেড় লাখ ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রস্তাব পাশ করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো কিনতে খরচ ধরা হয়েছে ৩ হাজার ৮২৫ কোটি টাকার বেশি।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ (১৮ সেপ্টেম্বর) রাজধানীর এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সাপ্তাহিক সভায় এই অনুমোদন দেওয়া হয়।

আগামী ২০২৩ সালের জুনের মধ্যে ইভিএম কেনার এই প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়।

একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ইভিএমগুলো প্রাথমিকভাবে শহরাঞ্চলে ব্যবহার করা উচিত। কেননা, শহরাঞ্চলে শিক্ষিত মানুষের হার বেশি।

তারপর ধীরে ধীরে ইভিএম সারা দেশে ব্যবহার করা হবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

পরিকল্পনামন্ত্রী আরও জানান, একনেক আজ ১২ হাজার ৫৪৪ কোটি টাকার ১৪টি প্রকল্পের অনুমোদন দেয়।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

3h ago