মুমিনুলে আস্থা বাংলাদেশি কোচের

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং করার ক্ষমতা নেই মুমিনুল হকের। কথাটি সাবেক বাংলাদেশি কোচ চণ্ডিকা হাথুরুসিংহের। সীমিত ওভারে তাকে জায়গা তো দেনইনি, চেয়েছিলেন টেস্ট দল থেকেও বাদ দিতে। সেই মুমিনুলই এবার আছেন নতুন কোচ স্টিভ রোডসের দলে। এমনকি তার উপর পূর্ণ আস্থা রয়েছে বলেও জানালেন এ ইংলিশ।
কোচ স্টিভ রোডস
ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং করার ক্ষমতা নেই মুমিনুল হকের। কথাটি সাবেক বাংলাদেশি কোচ চণ্ডিকা হাথুরুসিংহের। সীমিত ওভারে তাকে জায়গা তো দেনইনি, চেয়েছিলেন টেস্ট দল থেকেও বাদ দিতে। সেই মুমিনুলই এবার আছেন নতুন কোচ স্টিভ রোডসের দলে। এমনকি তার উপর পূর্ণ আস্থা রয়েছে বলেও জানালেন এ ইংলিশ।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুমিনুল। এ সংস্করণে নিজেকে প্রমাণ করতে পারায় ওয়ানডেতেও ভালো খেলবেন বলে বিশ্বাস করেন রোডস, ‘টেস্ট ক্রিকেটে মুমিনুলের দারুণ সাফল্য আছে। তার রেকর্ড দুর্দান্ত। সে প্রমাণ করেছে সে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারে। আমি খুবই খুশি যে সে ওয়ানডে স্কোয়াডে ফিরে আসতে পেরেছে। যদি আপনি ভালো খেলোয়াড় হন আপনি সকল সংস্করণেই খেলতে পারবেন। আমার বিশ্বাস সে পারবে।’

ইনজুরির কারণে এশিয়া কাপ শেষ দেশ সেরা ওপেনার তামিম ইকবালের। তার জায়গায় কে খেলবেন এ নিয়ে আলোচনা বাড়ছেই। মুমিনুল আছে সম্ভাব্য তালিকার শুরুতেই। আন্তর্জাতিক অঙ্গনে তার অভিজ্ঞতাই তাকে এগিয়ে রেখেছে। তবে মুমিনুল ছাড়াও তরুণ নাজমুল হোসেন শান্ত দলের সঙ্গে আছেন বিকল্প ওপেনার হিসেবে।

শান্তও তামিমের ভালো বিকল্প হতে পারেন বলেই মনে করছেন রোডস, ‘শান্ত ভিন্ন ধরণের খেলোয়াড়। তবে খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি। মুমিনুলের মতো সে ভিন্ন জায়গায় আছে। তবে ব্যাপার হলো সে তার আত্মবিশ্বাস কাজে লাগায় এবং সে গত কয়েক মাসে অনেক উন্নতি করেছে। সে যদি সুযোগ পায়, সে কিংবা মিনি যে কেউ কাজটা করতে পারবে।’

এছাড়া অলরাউন্ডার আরিফুল হকও ভালোই পারেন ব্যাটিংটা। তিনি দলে থাকলে মোহাম্মদ মিঠুনকে হয়তো দেখা যেতে পারে ওপেনিংয়ে। রোডসের ভাষায়, ‘বিকল্প হিসেবে আমাদের দুইজন ব্যাটসম্যানের সঙ্গে আরিফুলও আছে যে কিনা ব্যাট করতে পারে। শান্ত, মুমিনুলকে নিয়ে আমরা ভালো অবস্থানে আছি যারা তামিমের জায়গা পূরণ করতে পারে। দুইজনেরই সামর্থ্য আছে।’

আফগানিস্তানের বিপক্ষে শেষ পর্যন্ত কে খেলছেন তা জানা যাবে দুদিন পরেই। তবে তামিমের জায়গায় শান্ত কিংবা মুমিনুল যে কেউ পূরণ করতে পারবেন বলে বিশ্বাস করেন রোডস। আর আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত মুমিনুলের উপর আস্থাটা তার একটু বেশিই।

Comments

The Daily Star  | English

Police 'foil' Mayer Dak’s programme marking Human Rights Day

A programme of Mayer Dak, a platform for family members of the victims of enforced disappearance, was foiled in the face of police resistance today

27m ago