সিউল সফরে যাব: কিম
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। বুধবার দক্ষিণ কোরিয়ার নেতার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। কোরিয়া ভাগ হওয়ার পর গত অর্ধ শতাব্দীরও বেশি সময়ে উত্তরের কোনো শীর্ষ নেতা সিউল সফর করেননি।
পিয়ংইয়ংয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পায়েখওয়াননে কিম বলেন, ‘প্রেসিডেন্ট মুন জায়ে-ইনকে আমি কথা দিয়েছি এ বছরই আমি সিউল সফরে যাবো।’ উত্তর কোরিয়া সফরে এই অতিথি ভবনেই ছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।
বৈঠকের পর মুন জায়ে-ইন বলেন, উত্তর কোরিয়া তার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও পরীক্ষাকেন্দ্র বন্ধ করে দিতে সম্মত হয়েছে। এছাড়াও কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার পথ খুঁজে বের করা নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এর পরই সবাইকে অবাক করে দিয়ে উত্তর কোরিয়ার নেতা সিউল সফরে যাওয়ার কথা ঘোষণা করেন।
মুন বলেন, কোরিয়া উপদ্বীপকে যুদ্ধের আতঙ্ক থেকে বের করে আনার ব্যাপারে আমরা সম্মত হয়েছি। পিয়ংইয়ংয়ে আজকে যে চুক্তি হলো তা আন্তঃকোরিয়া সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে গেল। এতে আমাদের মধ্যে শান্তি ও সমৃদ্ধি বাড়বে।
Comments