পাকিস্তানকে পাত্তাই দিল না ভারত

ভারতের বোলারদের বিপক্ষে আগের দিন বেশ সাবলীল ব্যাটিং করেছেন হংকংয়ের দুই ওপেনার। ১৭৪ রানের দারুণ ওপেনিং জুটি গড়েছিল তারা। তবে ভারতের মূল কয়েকজন বোলার ছিলেন বিশ্রামে। পাকিস্তানের বিপক্ষে মূল একাদশই নামায় ভারত, শুরু থেকেই পাক ব্যাটসম্যানদের কাঁপুনি ধরিয়েছেন তারা। স্বাভাবিকভাবেই তাই ফলাফলও বিপক্ষে গিয়েছে তাদের। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে রোহিত শর্মার দল।

ভারতের বোলারদের বিপক্ষে আগের দিন বেশ সাবলীল ব্যাটিং করেছেন হংকংয়ের দুই ওপেনার। ১৭৪ রানের দারুণ ওপেনিং জুটি গড়েছিল তারা। তবে ভারতের মূল কয়েকজন বোলার ছিলেন বিশ্রামে। পাকিস্তানের বিপক্ষে মূল একাদশই নামায় ভারত, শুরু থেকেই পাক ব্যাটসম্যানদের কাঁপুনি ধরিয়েছেন তারা। স্বাভাবিকভাবেই তাই ফলাফলও বিপক্ষে গিয়েছে তাদের। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে রোহিত শর্মার দল।

জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া ফিরে আসায় ভারত যেন তার বোলিং ধার খুঁজে পায়। শুরু থেকেই দারুণ নিয়ন্ত্রিত বোলিং করে দলটি। ফলে পাকিস্তানকে ৪৩.১ ওভারে ১৬২ রানেই বেঁধে ফেলে তারা। লক্ষ্য পেরোতে খুব একটা বেগ পেতে হয়নি ভারতকে। ২৯ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় তারা।

দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও শেখর ধাওয়ান ৮৬ রানের ওপেনিং জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন। এরপর ধাওয়ান আউট হলেও ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন দিনেশ কার্তিক ও আম্বাতি রাইডু।

দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন রোহিত। ৩৯ বল মোকাবেলা করে ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া ৫৪ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৪৬ রান করেন ধাওয়ান। এছাড়া ৩১ রান করে করেন কার্তিক ও রাইডু দুই ব্যাটসম্যানই। পাকিস্তানের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন সাদাব খান ও ফাহিম আশরাফ।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলীয় ৩ রানেই দুই ওপেনারকে হারায় তারা। তবে তৃতীয় উইকেটে শোয়েব মালিককে সঙ্গে নিয়ে ৮২ রানের দারুণ এক জুটি গড়েছিলেন বাবর আজম। কিন্তু এ জুটি ভাঙতেই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ইনিংস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬২ রানেই অলআউট হয়ে যায় তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস আসে বাবরের ব্যাট থেকে। ৪৩ রানের ইনিংস খেলেন মালিক। শেষদিকে ফাহিম আশরাফ ২১ ও মোহাম্মদ আমির ১৮ রানে অপরাজিত থাকেন। এ চারজন ছাড়া আর কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। ভারতের পক্ষে ১৫ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। ২৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন কেদার যাদবও। এছাড়া ২টি উইকেট পান জাসপ্রিত বুমরাহ।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান : ৪৩.১ ওভারে ১৬২ (ইমাম ২, ফাখার ০, বাবর ৪৭, মালিক ৪৩, সারফারাজ ৬, আসিফ ৯, শাদাব ৮, ফাহিম ২১, আমির ১৮*, হাসান ১, উসমান ০; ভুবনেশ্বর ৩/১৫, বুমরাহ ২/২৩, পান্ডিয়া ০/২৪, চাহাল ০/৩৪, কুলদিপ ১/৩৭, রাইডু ০/০, কেদার ৩/২৩)।

ভারত : ২৯ ওভারে ১৬৪ (রোহিত ৫২, ধাওয়ান ৪৬, রাইডু ৩১*, কার্তিক ৩১*; আমির ০/২৩, উসমান ০/২৭, হাসান ০/৩৩, ফাহিম ১/৩১, সাদাব ১/৬, ফাখার ০/২৫, মালিক ০/১৯)।

ফলাফল : ভারত ৮ উইকেটে জয়ী।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago