যেভাবে সাকিবকে ফাঁদে ফেলেছিলেন জাদেজা

রবীন্দ্র জাদেজার বলে পর পর দুই বাউন্ডারি মেরে আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন সাকিব আল হাসান। প্রথমটি যায় কাভার দিয়ে। পরেরটি স্কয়ার লেগ দিয়ে। এরপরও ফিল্ডিং পজিশন বদলে ফাঁদ পাতেন জাদেজারা। সেই ফাঁদের ধরা পড়ে শেষ হয়েছে সাকিবের ইনিংস।

রবীন্দ্র জাদেজার বলে পর পর দুই বাউন্ডারি মেরে আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন সাকিব আল হাসান। প্রথমটি যায় কাভার দিয়ে। পরেরটি স্কয়ার লেগ দিয়ে। এরপরও ফিল্ডিং পজিশন বদলে ফাঁদ পাতেন জাদেজারা। সেই ফাঁদের ধরা পড়ে শেষ হয়েছে সাকিবের ইনিংস।

ম্যাচের তখন দশম ওভার। দুই চার খাওয়ার পর অধিনায়ক রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনীর সঙ্গে শলাপরামর্শ করেন জাদেজা। মিড উইকেট থেকে শিখর ধাওয়ানকে নিয়ে আসেন স্কয়ার লেগে। লেগ স্টাম্পে বল ঝুলিয়ে দিতেই সেখানেই ক্যাচ দিয়ে শেষ হয় সাকিবের ১২ বলে ১৭ রানের ইনিংস।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাদেজা জানালেন সাকিবকে ফ্রেম করেই আউট করেছেন তারা, ‘আমি জানতাম সাকিব ওই শট খেলবে। ও চেষ্টা করছিল মিড উইকেটের ওপর দিয়ে খেলার। ওই বলের আগেই রোহিতের সঙ্গে কথা বলছিলাম ফিল্ডিং পরিবর্তন নিয়ে, ডিপ মিড উইকেট ও লং অন সীমানায় রেখে স্কয়ার লেগ বৃত্তের ভেতরে রাখা। জানতাম সে সুইপ করে মিড উইকেটে খেলতে চাইবে। আমি তাই বল করেছি অফ স্টাম্পের বাইরে। সৌভাগ্যবশত যেখানে ফিল্ডার এনেছি, সেখানেই ক্যাচ গেছে।”

৪৮০ দিন পর ওয়ানডেতে ফেরেন জাদেজা। ফিরেই করেছেন দারুণ বোলিং। ১০ ওভার বল করে ২৯ রানে নিয়েছেন ৪ উইকেট। হয়েছেন ম্যাচ সেরা, প্রত্যাবর্তনটা তাই মনে রাখতে চান এই অলরাউন্ডার,  ‘আগে যতবার দলে ফিরেছি, এত লম্বা বিরতি ছিল না। এবার একটু বেশিই সময় লাগল। প্রায় ৪৮০ দিনের মতো বাইরে ছিলাম। এরপর এভাবে ফেরাটা মনে থাকবে।’

Comments