আমিরের ‘থাগস’ পরবর্তী সিনেমা কোনটি?
‘থাগস অব হিন্দোস্তান’-এর মুক্তির পর আমির খান কোন ছবির কাজে হাত দিতে যাচ্ছে এমন প্রশ্ন মুম্বাইয়ের মুভিপাড়ায় ঘুরছে বেশ কিছুদিন থেকেই। ‘মহাভারত’ নিয়ে কাজ করার আগ্রহ দেখিয়েছিলেন ‘দঙ্গল’ অভিনেতা নিজেই। সে প্রকল্প যে বিশ বাও পানির নিচে সে ইঙ্গিতও এসেছে ঘনিষ্ঠসূত্র থেকে। কিন্তু, প্রশ্নটি থেকেই যাচ্ছে বলিউডের বাতাসে।
আমিরের ছবি নিয়ে ভক্তদের আগ্রহ এতো প্রবল যে নতুন কোন ছবির কাজে সই করতে যাচ্ছেন এই ‘সিক্রেট সুপারস্টার’ অভিনেতা তা সঠিকভাবে জানানোর দায়বদ্ধতাও পড়ে সংবাদমাধ্যমগুলোর ওপর।
আমির খান অভিনীত ‘থাগস অব হিন্দোস্তান’ মুক্তি পেতে যাচ্ছে আগামী নভেম্বরে। কিন্তু, এরপর কোন ছবির কাজে নিজেকে জড়াবেন তিনি? সূত্রের বরাত দিয়ে একটি ভারতীয় বিনোদন পোর্টাল জানায়, আমিরের পরবর্তী ছবি হতে যাচ্ছে ‘মোগল’। সূত্র মতে, “প্রথমে আমির ভেবেছিলেন তিনি এই ছবিটি প্রযোজনা করবেন। কিন্তু, পরে এর চিত্রনাট্য পড়ে তিনি এতোই মুগ্ধ হয়ে যান যে তিনি একটি চরিত্রে অভিনয় করার আগ্রহও প্রকাশ করেন।”
তবে পরিচালক সুভাষ কাপুরের নতুন ছবিটিতে আমির অভিনয় করবেন কিনা তা নিশ্চিত করে বলতে পারেনি সেই সূত্র।
এদিকে, কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম বলছে ভিন্ন কথা। একটি ওয়েবসাইটের খবরের ভিত্তিতে বলা হচ্ছে, ‘থাগস অব হিন্দোস্তান’ এর মুক্তির পর আমির খান হাত দিতে যাচ্ছেন ওশোর জীবনীচিত্রের কাজে। এ নিয়ে নেটফ্রিক্স-এর সঙ্গে তার চুক্তিও হয়ে গেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে।
এতে আরও বলা হয়, বিতর্কিত ও প্রভাবশালী ধর্মগুরু ভগবান শ্রী রজনীশ যিনি ওশো নামে বেশি পরিচিত তার চরিত্রে থাকছেন আমির আর গুরুর ব্যক্তিগত সহকারী মা আনন্দ শীলার চরিত্রে থাকছেন আলিয়া ভাট। আর এটি হতে যাচ্ছে একটি ওয়েবসিরিজ।
তবে এ বিষয়ে আমিরের পক্ষ থেকে এখনো কোনো জবাব না আসায় নিশ্চিত খবর পেতে ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
Comments