‘বর্ণবৈষম্যের শিকার’ শিল্পা শেঠী
বলিউডের শীর্ষ অভিনেত্রী শিল্পা শেঠী অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরে বর্ণবৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।
আজ (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই মিরর জানায়, গতকাল শিল্পা শেঠী অভিযোগ করে বলেন, তার গায়ের রঙ ‘বাদামি’ হওয়ার কারণে তিনি সিডনি বিমানবন্দরে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছিলেন।
কানটাস এয়ারওয়েজের এক নারী কর্মীর সঙ্গে শিল্পার এই তিক্ত অভিজ্ঞতার কথা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। ‘বাজিগর’ অভিনেত্রী বলেন, “যাত্রীদের সঙ্গে উড়োজাহাজের কর্মীদের সহযোগিতামূলক আচরণ করা উচিত। গায়ের রংয়ের ওপর ভিত্তি করে কোন মানুষের সঙ্গে আচরণ করা ঠিক না।”
তিনি জানান যে, বিজনেস ক্লাসে নিয়ম মেনে ভ্রমণ করা সত্ত্বেও বিমানবন্দরে তার সঙ্গে খারাপ আচরণ করা হয়। এধরণের আচরণ সহ্য করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগেও গত ২০০৭ সালে ব্রিটিশ রিয়েলিটি শো ‘সেলিব্রেটি বিগ ব্রাদার’-এর পঞ্চম সিজনে অংশ নেওয়ার সময় শিল্পাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছিলো।
Comments