এবার ‘দেবী’ অপু বিশ্বাস
এবার ‘দেবী’ হিসেবে দেখা দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ফ্যাশন হাউস ‘রঙ বাংলাদেশ’-এর বিজ্ঞাপনের জন্য দেবী সাজে ফটোসেশনে অংশ নিয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন মডেল আপন।
দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে ‘দেবী’ সাজে অংশ নিলেন জনপ্রিয় এই নায়িকা। কোরিওগ্রাফিতে গৌতম সাহা।
অপু বিশ্বাস দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “দেবী সাজে ‘রঙ বাংলাদেশ’-এর দুর্গাপূজার জন্য একটা ফটোশুট করেছি। এই কাজটা আমার কাছে বেশ গোছানো ও সুন্দর মনে হয়েছে। এমন কাজের জন্য আমাকে তারা বেছে নিয়েছে দেখে ভালো লাগছে।”
অপু বিশ্বাস বর্তমানে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ শিরোনামের ছবিতে অভিনয় করছেন। তার বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন বাপ্পী।
Comments