বাংলাদেশের তরুণ শিল্পীর অ্যালবাম প্রকাশ কলকাতায়
বাংলাদেশের তরুণ সংগীতশিল্পী সুহৃদ স্বাগত’র ‘পাপ’ শিরোনামের একটি অ্যালবামের আত্মপ্রকাশ হলো কলকাতায়। দক্ষিণ কলকাতার টালিগঞ্জের ‘চা-ওয়ালা’ নামের একটি জনপ্রিয় ক্যাফে সেন্টারে এই উপলক্ষে মনোজ্ঞ এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেখানে ওই শিল্পী অ্যালবামের চারটি গান গেয়ে শোনান।
গত ১ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যালবামটির প্রযোজনা সংস্থা আজব রেকর্ডস–এর কর্ণধার ও সংগীতশিল্পী জয় শাহরিয়ার। সঙ্গে ছিলেন তার টিমও।
প্রথম অ্যালবামটি কলকাতায় প্রকাশ করার কারণ হিসেবে সুহৃদ স্বাগত দ্য ডেইলি স্টারকে জানান, “অঞ্জন দত্ত, কবীর সুমন, নচিকেতা দাদাদের গান শুনে বড় হয়েছি। যে শহরে তারা বেড়ে উঠেছেন, তাদের গান বেড়ে উঠেছে সেই শহরেই আমার এমন একটি আয়োজন করার আকাঙ্খা ছিল।”
“তবে ঢাকাতেও আমরা আরেকটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অ্যালবাম প্রকাশ করবো। কলকাতা দিয়ে শুরু হলো বলতে পারেন,” যোগ করেন সুহৃদ।
নিজের গান সম্পর্কে তিনি বলেন, “অনেকটা জীবনমুখি গান করার চেষ্টা করছি।”
প্রযোজনা সংস্থার কর্ণধার জয় শাহরিয়ার বলেন, “আসলে পুজার আগে গান শোনার একটা আবহ তৈরি হয় কলকাতা তথা পশ্চিমবঙ্গে। আমরা সেটা ধরার চেষ্টা করেছি।”
তরুণ শিল্পী সুহৃদ স্বাগত খুব ভাল করেছে, আশা করি ওর গান কলকাতার মানুষের পছন্দ হবে বলেও মনে করেন শাহরিয়ার।
Comments