‘শেরশাহ’ আনছেন করণ জোহর

১৯৯৯ সালে ভারত-পাকিস্তানের মধ্যে সংগঠিত কারগিল যুদ্ধে নিহত ভারতীয় ক্যাপ্টেন বিক্রম বত্রার জীবনী নিয়ে বলিউডে তৈরি হতে যাচ্ছে ‘শেরশাহ’। ছবিটি প্রযোজনা করবে করণ জোহরের ধর্ম প্রডাকশনস।
Karan Johar
ভারতীয় অভিনেতা-পরিচালক-প্রয়োজক করণ জোহর। ছবি: সংগৃহীত

১৯৯৯ সালে ভারত-পাকিস্তানের মধ্যে সংগঠিত কারগিল যুদ্ধে নিহত ভারতীয় ক্যাপ্টেন বিক্রম বত্রার জীবনী নিয়ে বলিউডে তৈরি হতে যাচ্ছে ‘শেরশাহ’। ছবিটি প্রযোজনা করবে করণ জোহরের ধর্ম প্রডাকশনস।

অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে প্রথম যখন এই জীবনীচিত্রের কথা ভাবা হয় তখন বলা হয়েছিলো শাব্বির বক্সওয়ালা থাকবেন এর প্রয়োজনায়। কিন্তু, প্রকল্পটির ধীর গতির কারণে প্রয়োজন হয় করণের সহায়তার।

ধর্ম প্রডাকশনস এর লিগ্যাল হেড রাখি বাজপাই সম্প্রতি এ সংক্রান্ত একটি জনবিজ্ঞপ্তি জারি করেন যাতে আর কেউ ছবিটি নিয়ে কোনো দাবি করতে না পারেন।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকল আজ (৩ অক্টোবর) এক প্রতিবেদনে জানায়, “আগে এই ছবিটির একটি নাম দেওয়া হয়েছিলো। তবে এখন এর নাম ‘শেরশাহ’ রাখা হয়েছে।”

ছবিটির চিত্রনাট্য লিখছেন সন্দ্বীপ শ্রীবাস্তব। আর পরিচালক হিসেবে বিষ্ণু বর্ধনের নাম উল্লেখ করা হলেও প্রতিবেদনটিতে ছবিটির প্রধান অভিনেতা সম্পর্কে কিছু বলা হয়নি।

জীবনদানের স্বীকৃতি স্বরূপ বিক্রমকে মরণোত্তর ‘পরম বীর চক্র’ পদকে ভূষিত করেছে ভারত সরকার।

Comments