শাহাদাত-নাজমুলের তোপে জিতল ঢাকা

শেষ দিনে ম্যাচ জিততে চট্টগ্রামের দরকার ছিল ৩৪৭ রান। অতদূর হয়ত হয়ত ছিল ভীষণ কঠিন। ম্যাচ বাঁচানোর সমীকরণ খুব বেশি কঠিন ছিল না। ৭ উইকেট নিয়ে পুরো দিন পড়ে থাকলেই চলত। তবে পেসার শাহাদাত হোসেন স্পিনার নাজমুল ইসলাম অপুর তোপে দাঁড়াতেই পারেননি মুমিনুল হকরা।
Shahadat Hossain

শেষ দিনে ম্যাচ জিততে চট্টগ্রামের দরকার ছিল ৩৪৭ রান। অতদূর হয়ত হয়ত ছিল ভীষণ কঠিন। ম্যাচ বাঁচানোর সমীকরণ খুব বেশি কঠিন ছিল না। ৭ উইকেট নিয়ে পুরো দিন পড়ে থাকলেই চলত। তবে পেসার শাহাদাত হোসেন স্পিনার নাজমুল ইসলাম অপুর তোপে দাঁড়াতেই পারেননি মুমিনুল হকরা।

বৃহস্পতিবার ফতুল্লায় দ্বিতীয় স্তরের ম্যাক্সে ২১৪ রানে জিতেছে ঢাকা বিভাগ। ৪৮২ রানের লক্ষ্য তাড়া করে চট্টগ্রামের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ২৬৭ রানে।

আগের দিনের ৩ উইকেটে ১৩৫ রান নিয়ে দিন শুরু করেছিল চট্টগ্রাম। দিনের শুরুতেই দুই অপরাজিত ব্যাটসম্যান তাসামুল হক ও সাঈদ সরকারকে বোল্ড করে ফেরান নাজমুল। ষষ্ঠ উইকেটে ১০০ রানের জুটি গড়ে প্রতিরোধ করেছিলেন মাহিদুল ইসলাম ও সাইফ উদ্দিন। এই দুজনকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙ্গেন নাজমুল।

বাকি লেজ মুড়তে একাই যথেষ্ট ছিলেন শাহাদাত। প্রথম ইনিংসে ৬২ রানে ৪ উইকেট নেওয়া এই পেসার দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৪৬ রান ৪ উইকেট। তবে ক্যারিয়ার সেরা ২২৮ রান করে ম্যাচ সেরা হয়েছেন রনি তালুকদার।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা ১ম ইনিংস: ২৩৮

চট্টগ্রাম ১ম ইনিংস: ১৪২

ঢাকা ২য় ইনিংস: ৩৮৫/১ ডিক্লে. (মজিদ ১৩২, রনি ২২৮*, সাইফ ১৩*; নাঈম ০/৯৯, হাসান ০/৭১, সাইফ ০/৪৬, ইরফান ০/৮০, জুবায়ের ১/৬৮, মুমিনুল ০/১১)

চট্টগ্রাম ২য় ইনিংস: (লক্ষ্য ৪৮২) (তৃতীয় দিন শেষে ১৩৫/৩) ৮৫.১ ওভারে ২৬৭ (সাদিকুর ২৪, শুক্কুর ২, মুমিনুল ৬২, তাসামুল ৩৮, সাঈদ ১৬, মাহিদুল ৪৭, সাইফ ৬০, মাহমুদ ৫, ইরফান ০, জুবায়ের ২*; শাহাদাত ৪/৪৬, নাজমুল ৫/৭৫, শুভাগত ১/৪৪, শরিফ ০/১৯, মোশাররফ ০/৫৯, তাইবুর ০/৯, সাইফ ০/৭)

 

ফল: ঢাকা ২১৪ রানের জয়ী

 

ম্যান অব দা ম্যাচ: রনি তালুকদার

Comments

The Daily Star  | English
Tofazzal beaten to death at DU

Man beaten to death in DU hall

He was suspected to have stolen students' mobile phones

2h ago