ভক্তদের প্রতি মাশরাফির একটি অনুরোধ

নিজের ৩৬তম জন্মদিনে ভক্ত-স্বজনদের শুভেচ্ছায় ভেসেছেন মাশরাফি মর্তুজা। তার প্রতি মানুষের ব্যাপক ভালোবাসার দেখা মিলেছে আরও একবার। তবে নিজে এত ভালোবাসা পাওয়ার পরও ভক্তদের দেশের প্রতি দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
mashrafee

নিজের ৩৬তম জন্মদিনে ভক্ত-স্বজনদের শুভেচ্ছায় ভেসেছেন মাশরাফি মর্তুজা। তার প্রতি মানুষের ব্যাপক ভালোবাসার দেখা মিলেছে আরও একবার। তবে নিজে এত ভালোবাসা পাওয়ার পরও ভক্তদের দেশের প্রতি দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

৫ অক্টোবর জীবনের ৩৫ বছর পূর্ণ করেন মাশরাফি। জনপ্রিয় এই ক্রিকেটারের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছার ঝড় বয়ে যায়। তার প্রতি এমন ভালোবাসা দেখে অভিভূত মাশরাফি নিজের ফেসবুক পেজ থেকে ভক্তদেরও ধন্যবাদ জানিয়েছেন। তবে কেবল ধন্যবাদ জানিয়েই দায় সারেননি। ঠিক একই রকম ভালোবাসার প্রতি দেশের প্রতি দেখাতেও অনুরোধ করেছেন তিনি।

শুভেচ্ছা জানিয়ে মাশরাফি বলেন, ‘প্রথমেই আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাতেই চাই। কারণ আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাইরে যেখানেই গিয়েছিল অনেক অনেক শুভেচ্ছা পেয়েছি। অনেক অনেক মেসেজ পেয়েছি।’

একই দিনে মাশরাফির ছেলে সাহেল মর্তুজারও জন্মও। একই দিনে বাবা-ছেলের জন্মদিন হওয়ায় মাশরাফি পরিবারের কাছেও দিনটি বিশেষ। মাশরাফি দোয়া চেয়েছেন তার ঘরের পরিবার ও মাঠের পরিবারের জন্যও,  ‘অবশ্যই আজকের দিনটা আমাদের পরিবারের জন্য স্পেশাল। কারণ আমি শুধু না আমার ছেলেরও জন্ম হয়েছিল আজকের দিনে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। শুধু আমার জন্য না, আমাদের পুরো দলকে আপনারা এভাবে সমর্থন দেবেন। আপনাদের সমর্থনের জন্যই বাংলাদেশ ক্রিকেট এ পর্যন্ত আসতে পেরেছে। আপনাদের দোয়া ও সমর্থন থাকলে আমরা সামনে আরও এগিয়ে যেতে পারব।’

সবাইকে শুভেচ্ছা বার্তা দেওয়ার পরই বাংলাদেশের সফলতম অধিনায়ক বলেছেন আসল কথা। মনে করিয়ে দিয়েছে দেশের প্রতি সবার দায়, দায়িত্বের কথা। ‘আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই। সবাই আমরা আমাদের দেশকে ভালোবাসি। বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ এবং আমাদের চেষ্টার মাধ্যমে দেশকে আরও অনেক দূর নিয়ে যেতে পারব আমরা। আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি আমরা। আপনারা সবার জায়গা থেকে একটু চেষ্টা করবেন। আমরাও চেষ্টা করব ইনশা আল্লাহ।’

Comments

The Daily Star  | English

Climate talks in last push over the fate of fossil fuels

UN leaders today urged an end to obstruction hours before a deadline for a deal at a climate summit in Dubai, as oil producers resisted historic calls for the world to wind down fossil fuels

9m ago