কুবরার ঘূর্ণিতে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে রুমানারা

টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশের মেয়েরা। তবে ওয়ানডে সংস্করণে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রুমানারা। উল্টো পাকিস্তানকেই উড়িয়ে দিয়েছে দলটি। খাদিজা তুল কুবরার বিধ্বংসী বোলিংয়ে ৬ উইকেটের সহজ জয় দিয়েই সিরিজ শেষ করেছে বাঘিনীরা।

টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশের মেয়েরা। তবে ওয়ানডে সংস্করণে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রুমানারা। উল্টো পাকিস্তানকেই উড়িয়ে দিয়েছে দলটি। খাদিজা তুল কুবরার বিধ্বংসী বোলিংয়ে ৬ উইকেটের সহজ জয় দিয়েই সিরিজ শেষ করেছে বাঘিনীরা।

সিরিজের একমাত্র ওয়ানডে ম্যাচে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে সফরকারী পাকিস্তান। তবে খাদিজা তুল কুবরা ঘূর্ণিতে ভেঙে পরে দলটি। মাত্র ২০ রানের খরচায় একাই ৬টি উইকেট তুলে নেন কুবরা। প্রথমবারের মতো কোন বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ৫ উইকেট কিংবা তার বেশি নেওয়ার কীর্তি গড়লেন তিনি। এর আগের সেরা বোলিং ফিগার ছিল বর্তমান অধিনায়ক রুমানা আহমেদের। ২০১৩ সালে ভারতের বিপক্ষে ২০ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। এদিনও দারুণ বোলিং করেছেন অধিনায়ক। ১৫ রানের বিনিময়ে তার শিকার ২টি। ফলে ৩৪.৫ ওভারেই সব উইকেট হারিয়ে ৯৪ রানের সাদামাটা স্কোর করে সফরকারী দলটি।

তবে শুরুটা খারাপ করেনি পাকিস্তানের মেয়েরা। এক সময় তাদের স্কোর ছিল ১ উইকেটে ৫০ রান। কিন্তু এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৪৪ রানের শেষ ৯টি উইকেট তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক জাভেরিয়া খান। এছাড়া দুই ওপেনার আয়েশা জাফর ও মুনিবা আলি ১৮ রান করে করেছেন। এ তিন ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল হতাশাজনক। দলীয় ৬ রানেই দুই ওপেনার আয়েশা রহমান ও শারমিন আক্তার সাজঘরমুখী হন। কিন্তু তৃতীয় উইকেটে ফারজানা হকের সঙ্গে দারুণ এক জুটি গড়েন অধিনায়ক রুমানা। তাদের ৮১ রানের জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ। এরপর এ দুই ব্যাটার ফিরে গেলেও জয় পেতে কোন সমস্যা হয়নি। ২১ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন ফারজানা। ৮১ বলে ৩টি চারের সাহায্যে এ রান করেন তিনি। রুমানার ব্যাট থেকে আসে ৩৪ রান। ৭০ বলে ২টি চারের সাহায্যে এ রান করেন তিনি। পাকিস্তানের পক্ষে ২০ রানের খরচায় ২টি উইকেট নিয়েছেন সানা মির। ১টী উইকেট ডায়না বাইগের।

Comments

The Daily Star  | English

12th national elections: 731 of 2,716 nominations rejected

Nomination papers rejected mainly for three reasons, says EC joint secretary

1h ago