ফতুল্লায় প্রথম দিনে সানীর ৭ উইকেট

ফতুল্লায় দুর্দান্ত বোলিং করেছেন ঢাকা মেট্রোর আরাফাত সানী। তার বোলিং ঘূর্ণিতে পরে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২০৬ রানে গুটিয়ে গেছে ঢাকা বিভাগ। একাই ৭টি উইকেট নিয়েছেন সানী। প্রথম দিন শেষে ঢাকা বিভাগের চেয়ে ১৮০ রানে পিছিয়ে আছে ঢাকা মেট্রো।

ফতুল্লায় দুর্দান্ত বোলিং করেছেন ঢাকা মেট্রোর আরাফাত সানী। তার বোলিং ঘূর্ণিতে পরে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২০৬ রানে গুটিয়ে গেছে ঢাকা বিভাগ। একাই ৭টি উইকেট নিয়েছেন সানী। প্রথম দিন শেষে ঢাকা বিভাগের চেয়ে ১৮০ রানে পিছিয়ে আছে ঢাকা মেট্রো।

দ্বিতীয় স্তরের ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ঢাকা বিভাগ। আরাফাত সানীর ঘূর্ণিতে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ষষ্ঠ উইকেটে তাইবুর রহমান ও মোশারফ হোসেন রুবেলের ৮৬ রানের জুটি ছাড়া বলার মতো আর কোন জুটি গড়ে ওঠেনি। ফলে ৭৫ ওভারে ২০৬ রানে অলআউট হয়ে যায় তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৮৮ রানের ইনিংস খেলেছেন তাইবুর। ১২২ বলে ৮টি চারের সাহায্যে এ রান করেছেন তিনি। এছাড়া ওপেনার রনি তালুকদার ৩০ ও আট নম্বরে ব্যাট করতে নামা মোশারফ ২৭ রান করেছেন। ২৪ ওভার বল করে ৫৭ রানের খরচায় ৭টি উইকেট নিয়েছেন সানী। এছাড়া মোহাম্মদ আশরাফুল পেয়েছেন ২টি উইকেট।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে ২৬ রান করে দিন শেষ করেছে ঢাকা মেট্রো। সাদমান ইসলাম অনিক ৪ ও সৈকত আলি ২১ রান নিয়ে উইকেটে আছেন।

সংক্ষিপ্ত স্কোর : (প্রথম দিন শেষে)

ঢাকা বিভাগ :

প্রথম ইনিংস : ২০৬ (মজিদ ১৭, রনি ৩০, সাইফ ১০, শাকিল ৬, শুভাগত ০, তাইবুর ৮৮, নাদিফ ৮, মোশারফ ২৭, নাজমুল ১০, শাহাদাত ০, সালাউদ্দিন ০*; আবু হায়দার ১/৬৩, শহিদুল ০/৩৩, সানী ৭/৫৭, সৈকত ০/৭, আসিফ ০/১৬, আশরাফুল ২/১৯, শামসুর ০/৬)।

ঢাকা মেট্রো :

প্রথম ইনিংস : ২৬/০ (সাদমান ৪*, সৈকত ২১*; শাহাদাত ০/১৬, সালাউদ্দিন ০/৫, নাজমুল ০/৪, শুভাগত ০/০, মোশারফ ০/১)।

Comments