প্রথম দিনেই লড়াইয়ের আভাস খুলনা-বরিশালের
ওয়াল্টন জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই দারুণ লড়াই চলছে খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের মধ্যে। উইকেটে সেট হলেও বরিশালের ব্যাটসম্যানদের ইনিংস লম্বা করতে দেয়নি খুলনা। ২৬৬ রান করতেই বরিশালের ৮টি উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বরিশাল। দলের সব খেলোয়াড়ই উইকেটে সেট হয়েও ইনিংস লম্বা করতে পারেননি। সাত জন খেলোয়াড় তো করেছেন ২০ এর বেশি রান। জাতীয় দলের খেলোয়াড় মোসাদ্দেক হোসেন সৈকত ছাড়া বাকি সবাই ছুঁয়েছেন দুই অঙ্কের কোটা। ফলে গড়ে ওঠেনি বড় কোন জুটি। সপ্তম উইকেটে শামসুল ইসলাম ও নুরুজ্জামানের ৬৩ রানের জুটিই সর্বোচ্চ।
অবশ্য দিনের শুরুটা ভালোই করেছিল বরিশাল। শাহরিয়ার নাফীস ও রাফসান আল মাহমুদ ৪১ রানের ওপেনিং জুটি গড়েছিলেন। এরপর খুলনার বোলারদের নিয়ন্ত্রিত বোলিং নিয়মিত বিরতিতে উইকেট পড়লে ২৬৬ রান করতেই ৮ উইকেট হারিয়েছে তারা।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করে অপরাজিত আছেন নুরুজ্জামান। তার সঙ্গে ২১ রান করে উইকেটে আছেন মনির হোসেন। এছাড়া নাফীস ৪১ ও সোহাগ গাজী ৩৮ রান করেছেন। খুলনার পক্ষে ১০৩ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন রাজ্জাক। ২টি করে উইকেট পেয়েছেন আল-আমিন হোসেন ও মেহেদী হাসান।
সংক্ষিপ্ত স্কোর : (প্রথম দিন শেষে)
বরিশাল :
প্রথম ইনিংস : ৯০ ওভারে ২৬৬/৮ (নাফীস ৪১, রাফসান ২২, ফজলে মাহমুদ ১২, আল আমিন ১৫, মোসাদ্দেক ৭, সোহাগ ৩৮, সালমান ২২, নুরুজ্জামান ৪৮*, শামসুল ৩০, মনির ২১*; আল-আমিন ২/৬২, সৌম্য ০/৪, মেহেদি ২/৪৬, রাজ্জাক ৩/১০৩, আফিফ ১/৩৯, ইমরুল ০/৭)।
Comments