ডাবল সেঞ্চুরির পথে সাদমান
দারুণ ছন্দে আছেন ঢাকা মেট্রোর ওপেনার সাদমান ইসলাম অনিক। ওয়াল্টন জাতীয় লিগে নিজেদের প্রথম ম্যাচে তার সেঞ্চুরিতেই জয় পেয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে নিজেকে গেলেন ছাড়িয়ে। ক্যারিয়ারের সেরা ইনিংসটা এর মধ্যেই খেলে ফেলেছেন। আছেন ডাবল সেঞ্চুরির পথে। আর তার সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ৩১২ রান তুলেছে মেট্রো। ঢাকা বিভাগের চেয়ে দ্বিতীয় দিনে এগিয়ে আছে ১০৬ রানে।
তবে লিডটা আরও বেশ বড় হতে যাচ্ছে। উইকেটে সেট হয়ে আছেন সাদমান ও মেহরাব হোসেন জুনিয়র দুই ব্যাটসম্যানই। এর মধ্যেই এ দুই ব্যাটসম্যান গড়েছেন ১২৩ রানের জুটি। এর আগে মোহাম্মদ আশরাফুলের সঙ্গেও ১৩৭ রানের দারুণ এক জুটি গড়েছিলেন সাদমান।
দ্বিতীয় স্তরের ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আগের দিনের বিনা উইকেটে ২৬ রান নিয়ে ব্যাট করতে নামা ঢাকা মেট্রো এদিন শুরুতেই চাপে পরে। দলীয় ৫২ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর সাদমানের ব্যাটেই প্রতিরোধ গড়ে দলটি। সঙ্গে পান আশরাফুল ও মেহরাবকে। ৩১৩ বলে ১৮৬ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন সাদমান। ২১টি চার ও ১টি সেঞ্চুরির সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া আশরাফুলের ব্যাট থেকে ৪৯ রানের ইনিংস। মেহরাব ৩৭ রানে অপরাজিত আছেন। ঢাকা বিভাগের পক্ষে ৫৪ রানে ২টি উইকেট নিয়েছেন শাহাদাত হোসেন।
দ্বিতীয় স্তরের অপর ম্যাচে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে এক বলও মাঠে গড়ায়নি।
সংক্ষিপ্ত স্কোর : (দ্বিতীয় দিন শেষে)
ঢাকা বিভাগ :
প্রথম ইনিংস : ২০৬
ঢাকা মেট্রো :
প্রথম ইনিংস : ৩১২/৪ (সাদমান ১৮৬*, সৈকত ২৩, শামসুর ১, মার্শাল ৪, আশরাফুল ৪৯, মেহরাব ৩৭*; শাহাদাত ২/৫৪, সালাউদ্দিন ১/৬৪, নাজমুল ০/৬২, শুভাগত ১/৬৪, মোশারফ ০/৬০, সাইফ ০/৩)।
Comments