শান্ত-মিজানুরের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ছে রাজশাহী
নাজমুল হোসেন শান্ত ও মিজানুর রহমান দুই ব্যাটসম্যানই এগিয়ে যাচ্ছিলেন প্রথম শ্রেণী ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসের পথে। শেষ পর্যন্ত হয়নি। তবে দুই ব্যাটসম্যানই তুলেছেন সেঞ্চুরি। আর তাদের জোড়া সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় গড়তে যাচ্ছে রাজশাহী বিভাগ। প্রথম ইনিংসে এর মধ্যেই তাদের লিড ২৬৫ রানের।
অনেক দিন থেকেই সময়টা ভালো যাচ্ছিল না শান্তর। আয়ারল্যান্ডে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে বর্ণহীন পারফরম্যান্সের পর দুবাইয়ে জাতীয় দলের হয়ে সুযোগ পেয়েও জ্বলে উঠতে পারেননি। ওয়াল্টন জাতীয় লিগের প্রথম ম্যাচেও হয়নি। তবে রংপুর বিভাগের বিপক্ষে ১৭৩ রানের দারুণ এক ইনিংস খেলে আত্মবিশ্বাস ফিরে পেলেন এ তরুণ। ৩১৩ বলে ২৩টি চারের সাহায্যে এ রান করেছেন এ ওপেনার।
দারুণ ব্যাটিং করেছেন মিজানুর রহমানও। ২১৬ বলে খেলেছেন ১৬৫ রানের ইনিংস। ২২টি চারের সাহায্যে নিজের ইনিংস সাজান তিনি। শান্ত সঙ্গে গড়েছেন ৩১১ রানের জুটি। যা প্রথম শ্রেণীর ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ ওপেনিং জুটি। এ দুই ব্যাটসম্যান আউট হওয়ার পর হাল ধরেছেন জুনায়েদ সিদ্দিকি ও ফরহাদ হোসেন। অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটি গড়েছেন তারা। জুনায়েদ ৩৯ ও ফরহাদ ২৬ রানে উইকেটে আছেন।
সংক্ষিপ্ত স্কোর : (দ্বিতীয় দিন শেষে)
রংপুর বিভাগ :
প্রথম ইনিংস : ১৫১
রাজশাহী বিভাগ :
প্রথম ইনিংস : ৪১৯/২ (শান্ত ১৭৩, মিজানুর ১৬৫, জুনায়েদ ৩৯*, ফরহাদ ২৬*; শুভাশিস ০/৫২, আরিফুল ১/৫৬, সাদ্দাম ০/৫৪, সোহরাওয়ার্দী ০/৮৬ মাহমুদুল ১/৬৭, সাজেদুল ০/৪৯, তানবীর ০/২৯, নাঈম ০/৩, ধীমান ০/৭)।
Comments