অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দেখছে পাকিস্তান
ওপেনিং জুটিতে ১৪২ রান। এরপর হঠাৎ তাসের ঘরের মতো ভেঙে পরে অস্ট্রেলিয়ার ইনিংস মাত্র ৬০ রান তুলতেই সবকটি উইকেট হারায় দলটি। মূলত পাকিস্তানের অফস্পিনার বিলাল আসিফের ঘূর্ণিতে কুপোকাত হয় দলটি। একাই ৬টি উইকেট নিয়েছেন এ স্পিনার। তবে কম যাননি পেসার মোহাম্মদ আব্বাসও। তার শিকার ৪ উইকেট। ফলে তৃতীয় দিনেই হার দেখছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস মাত্র ২০২ রানেই গুটিয়ে দিয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে ২৮০ রানে এগিয়ে থাকা পাকিস্তানের লিড এর মধ্যেই ছাড়িয়েছে ৩২৫ রানে। ৩ উইকেটে ৪৫ রান করে তৃতীয় দিন শেষ করা পাকিস্তান নিঃসন্দেহে চতুর্থ দিনে লিডটা আরও বড় করবে। প্রথম ইনিংসে ৪৮২ রান করেছিল সরফরাজ আহমেদের দল।
আগের দিনের বিনা উইকেটে ৩০ রান নিয়ে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া তৃতীয় দিনের শুরুটাও ভালো করে। ওসমান খাজা ও অ্যারন ফিঞ্চের ব্যাটে ১৪২ রানের ওপেনিং জুটি পায় দলটি। কিন্তু এরপরই ছন্দপতন। এ দুই ব্যাটসম্যান ছাড়া এরপর কেবল মিচেল মার্শ ও পিটার সিডলই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন। ৬০ রান তুলতেই ১০ উইকেট হারায় দলটি। ফলে ২০২ রানেই প্রথম ইনিংস শেষ হয় অস্ট্রেলিয়ার।
দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করেছেন খাজা। ১৭৫ বলে ৮টি চারের সাহায্যে এ রান করেছেন তিনি। ১৬১ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৬২ রান করেন ফিঞ্চ। অস্ট্রেলিয়ার ১০ উইকেট পাকিস্তানের দুই বোলারই ভাগাভাগি করে নিয়েছেন। ৩৬ রানের খরচায় ৬টি উইকেট নিয়েছেন বিলাল আসিফ। আর বাকি ৪টি উইকেট মোহাম্মদ আব্বাস নিয়েছেন ২৯ রানের বিনিময়ে।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল পাকিস্তান। তবে ৩৭ রানের ওপেনিং জুটির পর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মোহাম্মদ হাফিজকে ফিরিয়েছেন জন হল্যান্ড। এরপর দ্রুত বিলাল আসিফ ও আজহার আলিকেও তুলে নিয়েছে দলটি। তৃতীয় দিনের শেষ পর্যন্ত ৩ উইকেটে ৪৫ রান করেছে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর : (তৃতীয় দিন শেষে)
পাকিস্তান :
প্রথম ইনিংস : ৪৮২
দ্বিতীয় ইনিংস : ৪৫/৩ (ইমাম ২৩*, হাফিজ ১৭, আসিফ ০, আজহার ৪; স্টার্ক ০/৯, লাওন ১/২৩, সিডল ০/৩, হল্যান্ড ২/৯)।
অস্ট্রেলিয়া :
প্রথম ইনিংস : ২০২ (খাজা ৮৫, ফিঞ্চ ৬২, শন মার্শ ৭, মিচেল মার্শ ১২, হেড ০, লাবুশেন ০, পেইন ৭, স্টার্ক ০, সিডল ১০, লাওন ও, হল্যান্ড ০*; আব্বাস ৪/২৯, ওয়াহাব ০/৩৯, ইয়াসির ০/৮০, হাফিজ ০/২, আসিফ ৬/৩৬, আজহার ০/৩)।
Comments