রায়কে ঘিরে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না: ডিএমপি প্রধান
২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার বিচারের রায় ঘোষণার প্রাক্কালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া আজ বলেছেন, মামলার রায়কে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করবে না আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী।
তিনি বলেন, আইনের চোখে সবাই সমান। আইন ভঙ্গ করে যারাই নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে তাদেরকেই বিচারের মুখোমুখি করা হবে।
কমিশনার আছাদুজ্জামান মিয়া সকালে পুরনো ঢাকার বিশেষ আদালত এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান। পরে তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, নগরীর ও জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে পুলিশ।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট চালানো গ্রেনেড হামলার ঘটনায় পৃথক দুটি মামলার রায় ঘোষণা করা হবে আজ।
ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে অস্থায়ী বিশেষ আদালতে এ মামলার বিচার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
ভয়াবহ ওই হামলায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ দলটির ২৪ জন নেতাকর্মী নিহত ও তিন শতাধিক মানুষ আহত হন।
Comments