ইরাককে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা
ইরাকের বিপক্ষে দারুণ এক জয় তুলে জয়ের ধারায় ফিরে এসেছে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মোকাবেলা করার আগে এশিয়ান দলটিকে ৪-০ গোলে হারায় আলবিসেলেস্তারা। রাশিয়া বিশ্বকাপে বর্ণহীন পারফরম্যান্সের পর সর্বশেষ প্রীতি ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল দলটি।
রিয়াদের প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা।তবে বলার মতো ম্যাচের প্রথম আক্রমণটা করেছিল ইরাকই। ১৭ মিনিটে আলি আদনানের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটেই পাল্টা আক্রমণ থেকে গোল পায় আর্জেন্টিনা। মার্কোস আকুনার ক্রস থেকে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন লাউতারো মার্টিনেজ।
২৪ মিনিটে দূরপাল্লার দারুণ এক শট নিয়েছিলেন আকুনা। তবে গোলরক্ষক জালাল হাসান হাচিম ঝাঁপিয়ে পরে সে যাত্রা দলকে রক্ষা করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ইরাক। ৪৮ মিনিটে আলি আদনানের বাঁ পায়ের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটে সতীর্থের সঙ্গে দেওয়া নেওয়া করে ইরাকের বারে দারুণ এক শট নিয়েছেন পাওলো দিবালা। কিন্তু তার শট অল্পের জন্য জাল খুঁজে পায়নি।
৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। দিবালার কাছ থেকে বল পেয়ে দারুণ এক কোণাকোণি শটে লক্ষ্যভেদ করেন রবার্তো পারেইরা। ৫৮ মিনিটে আবার দিবালাকে হতাশ করে ইরাকি গোলরক্ষক। ডান দিকে ঝাঁপিয়ে পরে দিবালার দূরপাল্লার জোরালো শট রুখে দেন। ৮২ মিনিটে আবার গোল পায় আর্জেন্টিনা। কর্নার থেকে সতীর্থের হেডে ফাঁকায় বল পেয়ে যান জের্মান পাজেয়া। নিখুঁত হেডে বল জালে জড়াতে কোন ভুল করেননি এ ডিফেন্ডার।
ম্যাচের যোগ করা সময়ে দুর্দান্ত এক গোল দেন বদলী খেলোয়াড় ফ্রাঙ্কো কার্ভি। প্রায় মাঝ মাঠ থেকে বল নিয়ে তিন ডিফেন্ডারকে কাটিয়ে কোণাকোণি শটে জাল খুঁজে নেন এ উইঙ্গার। ফলে ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
Comments