রাজধানীর উত্তরখানে অগ্নিদগ্ধ এক জনের মৃত্যু

রাজধানীর উত্তরখান এলাকায় হেলাল মার্কেটের কাছে একটি ভবনে আজ শনিবার ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের আটজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজন মারা গেছেন।
দগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নিয়োজিত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, আহতদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর।
উত্তরখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, গ্যাসের লাইনের ছিদ্র থেকে ভোরের দিতে তিনতলা ভবনটিতে আগুন লাগে। এতে পরিবারটির সদস্যরা দগ্ধ হন।
পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
Comments