মেসি না থাকা ফুটবলের জন্য দুঃখজনক: নেইমার

বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা দলে খেলছেন না লিওনেল মেসি। চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের দলেও নেই তিনি। তার না থাকা সুবিধা হওয়ার কথা ব্রাজিলের। তবে ব্রাজিলের অধিনায়ক নেইমার বলছেন উলটো কথা। সাবেক ক্লাব সতীর্থের না থাকা নেইমারের কাছে বরং হতাশার খবর।
Neymar
ব্রাজিলের জয়ের হিরো নেইমার

বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা দলে খেলছেন না লিওনেল মেসি। চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের দলেও নেই তিনি। তার না থাকা সুবিধা হওয়ার কথা ব্রাজিলের। তবে ব্রাজিলের অধিনায়ক নেইমার বলছেন উলটো কথা। সাবেক ক্লাব সতীর্থের না থাকা নেইমারের কাছে বরং হতাশার খবর।

মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় প্রীতি ম্যাচে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী দেশ। বিশ্বকাপের পর মেসিকে ছাড়া আর্জেন্টিনা প্রীতি ম্যাচ খেলেছে গুয়েতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে। এই তারকা স্বেচ্ছায় জাতীয় দল থেকে আছেন দূরে। কবে ফিরবেন তাও নিশ্চিত নয়।

আন্তর্জাতিক ফুটবলে মেসির এই অনুপস্থিতি বেশ হতাশ করেছে নেইমারকে, ‘মেসির না থাকা ফুটবলের জন্যই দুঃখজনক।  মেসি যত খেলে ততই ফুটবলপ্রেমীদের জন্য ভালো। তাই তাকে বেশি সময় ধরে পেতে হবে(ভক্তদের)।

মেসি না থাকলেও আর্জেন্টিনা একদম দুর্বল দল নয়। ওদের হারাতে তাই সেরাটা দেওয়ার প্রস্তুতি নিয়ে রাখছেন নেইমাররা, ‘আমি দলের সবার সঙ্গে কথা বলেছি। সবাইকে বলেছি ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। কারণ বিপক্ষ দলটির নাম আর্জেন্টিনা। দারুণ সব খেলোয়াড় আছে ওদের দলে। ওদের মুখোমুখি হওয়া চিত্তাকর্ষক।’

বিশ্বকাপের পর পালাবদল হয়েছে ব্রাজিল দলেও। অদল বদলের পর দলে আসা নতুনদের নিয়েও আশাবাদী ব্রাজিল অধিনায়ক, ‘আমাদের কয়েকজন নতুন খেলোয়াড় আছে। সবাই যোগ্য বলেই আছে। সেরাটা দিতে সবাই প্রস্তুত।’

 

Comments