ট্রাম্প-ভক্তদের জন্যে ‘ডেটিং অ্যাপ’
নিঃসঙ্গ রক্ষণশীল ব্যক্তিরা যেনো সঙ্গী খুঁজে নিতে পারেন সেই ভাবনা থেকেই মনে হয় তৈরি হয়েছে এই অ্যাপটি। নাম দেওয়া হয়েছে ‘রক্ষণশীলদের’ নেতা তথা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নামে- ‘ডোনাল্ডডেটারস’।
গতকাল (১৫ অক্টোবর) দ্য জাপান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, ‘মেক আমেরিকা ডেট অ্যাগেইন’ স্লোগান নিয়ে শুরু হওয়া এই অ্যাপটির লক্ষ্য হচ্ছে, ‘যুক্তরাষ্ট্রে বসবাসকারী নিঃসঙ্গ মানুষগুলোর যুৎসই সঙ্গী খুঁজে নেওয়ার একটি প্লাটফর্ম তৈরি করা। বিশেষ করে, ট্রাম্পভক্তরা যাতে একে অপরকে খুঁজে নিতে পারেন।’
প্রযুক্তি দুনিয়ার জনপ্রিয় নিউজ পোর্টাল টেকক্রাঞ্চ-এর বরাত দিয়ে প্রতিবেদনটিতে আরও বলা হয়, অ্যাপটি উদ্বোধনের প্রথম দিনেই ১৬শ ব্যক্তি এটি ব্যববহার করেন। এতে রয়েছে ব্যবহারকারীদের নাম, প্রোফাইল ছবি ও অন্যান্য ব্যক্তিগত তথ্য।
তবে অ্যাপটির নির্মাতারা জানান, এসব ব্যক্তিগত তথ্য গোপন রাখা হচ্ছে।
Comments