লায়নের থাবার পর ফখর-সরফরাজের ৬ রানের আক্ষেপ
১ উইকেটে ৫৭ থেকে মুহূর্তেই ৫ উইকেটে ৫৭। অসি অফ স্পিনার ন্যাথান লায়নের স্পিনে টালমাটাল হয়ে পড়েছিল পাকিস্তানের ইনিংস। ওই অবস্থা থেকে তিন অঙ্ক পেরুনোও ছিল শঙ্কায়। চরম বিপর্যয়ে দলকে টেনেছেন ফখর জামান ও সরফরাজ আহমেদ। তবু দিনশেষে আক্ষেপে পুড়তে হয়েছে দুজনকেই।
আবুধাবিতে সিরিজের দ্বিতীয় টেস্ট প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হয়েছে পাকিস্তান। সকালের অবস্থা মাথায় নিলে রীতিমতো এটা লোভনীয় স্কোর। ইনফর্ম ওপেনার উসমান খাওয়াজা আর নাইটওয়াচম্যান পিটার সিডলকে হারিয়ে দিনশেষে ২০ রান তুলে স্বস্তিতে নেই অস্ট্রেলিয়াও।
এশিয়া কাপেই দেখা গেছে আবুধাবির উইকেট বেশ স্পিন সহায়ক। চতুর্থ ইনিংসে সেই ফায়দা নিতে টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান। আগের টেস্টে সেঞ্চুরি করা মোহাম্মদ হাফিজ ফেরেন ৪ রান করেই। দ্বিতীয় উইকেটে আজহার আলির সঙ্গে ৫১ রানের জুটিতে সব সামলে নিয়েছিলেন ফখর। এরপরই অদ্ভুতুড়ে ব্যাটিং ধস। লায়নের থাবায় কুপোকাত হয়ে ফেরেন আজহার, হারিস সোহেল, আসাদ শফিক, বাবর আজমরা। চরম বিব্রতকর পরিস্থিতিতে তখনই ঘুরে দাঁড়ানো শুরু।
১৪৭ রানের দারুণ এক জুটিতে সব পালটে ফেলেন ফখর-সরফরাজ। সেঞ্চুরি পাওনা হয়ে গিয়েছিল দুজনেরই। কিন্তু দুজনেই লাবুশেনের বলে আউট হয়েছেন সেঞ্চুরি থেকে ঠিক ৬ রান দূরে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৮১ ওভারে ২৮২ (ফখর ৯৪, হাফিজ ৪, আজহার ১৫, হারিস ০, শফিক ০, বাবর ০, সরফরাজ ৯৪, বিলাল ১২, ইয়াসির ২৮, আব্বাস ১০, হামজা ৪*; স্টার্ক ২/৩৭, সিডল ০/৩৯, মিচেল মার্শ ১/২৭, লায়ন ৪/৭৮, হল্যান্ড ০/৪৫, লাবুশেন ৩/৪৫)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৭ ওভারে ২০/২ (খাওয়াজা ৩, ফিঞ্চ ১৩*, সিডল ২; আব্বাস ২/৯, হামজা ০/৪, ইয়াসির ০/৭)।
Comments