সৌদি বাদশাহর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (১৭ অক্টোবর) রিয়াদের আরগা রাজপ্রাসাদে সৌদি বাদশাহ এবং পবিত্র দুটি মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রী আজ বিকালে আরগার রাজপ্রাসাদে সৌদি বাদশাহর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তারা দুদেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
শেখ হাসিনা সৌদি বাদশাহ সালমানের আমন্ত্রণে চারদিনের সফরে গতকাল সন্ধ্যায় সৌদি আরবে পৌঁছান।
Comments