আবুধাবি টেস্টের লাগাম পাকিস্তানের হাতে

আবুধাবি টেস্টের প্রথম দিনটা ছিল অস্ট্রেলিয়ার। তবে দ্বিতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে উল্টো ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস মাত্র ১৪৫ রানে গুটিয়ে দিয়েছে দলটি। দ্বিতীয় দিনেই ২৮১ রানের লিড নিতে সমর্থ হয়েছে সরফরাজ আহমেদের দল। এখনও হাতে আছে ৮ উইকেট।

আবুধাবি টেস্টের প্রথম দিনটা ছিল অস্ট্রেলিয়ার। তবে দ্বিতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে উল্টো ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস মাত্র ১৪৫ রানে গুটিয়ে দিয়েছে দলটি। দ্বিতীয় দিনেই ২৮১ রানের লিড নিতে সমর্থ হয়েছে সরফরাজ আহমেদের দল। এখনও হাতে আছে ৮ উইকেট।

প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হওয়ার পর আগের দিনের শেষ বেলায় মোহাম্মদ আব্বাসের তোপে ২০ রানেই অসিদের দুই উইকেট তুলে নিয়েছিল পাকিস্তান। তাতেই বোঝা গিয়েছিল কাজটা সহজ নয় সফরকারীদের জন্য। এদিনও তোপ অব্যাহত রাখেন আব্বাস। দিনের শুরুতেই শন মার্শ ও ট্রাভিস হেডকে আউট করেন তিনি। এরপর তার সঙ্গে যোগ দেন দুই স্পিনার বিলাল আসিফ ও ইয়াসির শাহও। ফলে আর ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১৪৫ রানেই শেষ হয় তাদের প্রথম ইনিংস।

সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার অ্যারন ফিঞ্চ। এছাড়া মিচেল স্টার্কের ব্যাট থেকে আসে ৩৪ রানের ইনিংস। পাকিস্তানের পক্ষে ৩৩ রানের খরচায় ৫টি উইকেট নেন আব্বাস। ২৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন বিলাল আসিফ। ইয়াসির শাহ পান ১টি উইকেট।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ হাফিজকে হারায় পাকিস্তান। তবে দ্বিতীয় উইকেটে আজহার আলির সঙ্গে ৯১ রানের দারুণ একটি জুটি গড়ে প্রাথমিক চাপ সামলে নেন আরেক ওপেনার ফখর জামান। এরপর ফখর আউট হলে হারিস সোহেলকে নিয়ে ৩৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অপরাজিত আছেন আজহার। দিন শেষে ২ উইকেটে ১৪৪ রান করেছে দলটি। 

৮৩ বলে ৭টি চারের সাহায্যে ৬৬ রানের ইনিংস খেলেছেন ফখর। ১১৯ বলে বলে ৫৪ রান করে অপরাজিত আছেন আজহার। তার সঙ্গী হারিস উইকেটে আছেন ১৭ রানে। অস্ট্রেলিয়ার পক্ষে ১টি উইকেট নিয়েছেন লায়ন ও স্টার্ক।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান প্রথম ইনিংস: ২৮২

দ্বিতীয় ইনিংস: ৪৪ ওভারে ১৪৪/২ (ফখর ৬৬, হাফিজ ৬, আজহার ৫৪*, হারিস ১৭*; স্টার্ক ১/২২, সিডল ০/২৮,  লায়ন ১/৫৯, হল্যান্ড ০/১৭, লাবুশেন ০/১৮)।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৪৫ (খাওয়াজা ৩, ফিঞ্চ ৩৯, সিডল ৪, শন মার্শ ৩, হেড ১৪, মিচেল মার্শ ১৩, লাবুশেন ২৫, পেইন ৩, স্টার্ক ৩৪, লায়ন ২, হল্যান্ড ২*; আব্বাস ৫/৩৩, হামজা ০/২৭, ইয়াসির ১/৫৯, বিলাল ৩/২৩)।

Comments