আমাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ছিল: জেমস

শ্রোতাদের মধ্যে ব্যান্ডসংগীতশিল্পী হিসেবে আইয়ুব বাচ্চু ও জেমস উভয়ই জনপ্রিয়। সংগীতের বাজারে হয়তো তাদের মধ্যে রয়েছে হাড্ডা-হাড্ডি লড়াই। কিন্তু, বাংলাদেশের ব্যান্ডসংগীতের প্রাণপুরুষ আইয়ুব বাচ্চু আকস্মিক ও অকাল প্রয়াণে বিমর্ষ জেমস।
James
সংগীতশিল্পী জেমস

শ্রোতাদের মধ্যে ব্যান্ডসংগীতশিল্পী হিসেবে আইয়ুব বাচ্চু ও জেমস উভয়ই জনপ্রিয়। সংগীতের বাজারে হয়তো তাদের মধ্যে রয়েছে হাড্ডা-হাড্ডি লড়াই। কিন্তু, বাংলাদেশের ব্যান্ডসংগীতের প্রাণপুরুষ আইয়ুব বাচ্চু আকস্মিক ও অকাল প্রয়াণে বিমর্ষ জেমস।

রূপালি গিটারের নায়ক বাচ্চু সম্পর্কে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, “আমাদের দুজনার মধ্যে সুস্থ একটা প্রতিযোগিতা ছিল। এটা ভালো গান তৈরির প্রতিযোগিতা। এখানে অন্য কোন প্রতিযোগিতা ছিলো না।”

“যখন আমাদের দেখা হতো পরম মমতায় জড়িয়ে ধরতাম দুজন দুজনকে। কতো স্মৃতি আমাদের দুজনের বুকের মধ্যে জমা আছে,” যোগ করেন ‘নগর বাউল’।

বলেন, “খুব উদার মনের মানুষ ছিলেন তিনি। আমার সঙ্গে সম্পর্কটা কী ছিলো সেটা বলে বোঝানো যাবে না। বিভিন্ন সময়ে কারণে-অকারণে আমরা একজন আরেকজনের কাছাকাছি ছিলাম। সম্পর্কের গভীরতার কথা বলে বোঝাতে পারবো না। আমাদের হৃদয়ে একে অপরের জন্য কতটা জায়গা।”

Comments