‘অতিসত্বর জাতীয় দলে ফিরবে সৌম্য’

অনেক দিন থেকেই বাজেসময়ের মধ্যে ছিলেন সৌম্য সরকার। তবে সে সময়ের প্রায় ইতি হতে চলেছে। আবারো রানের ধারায় ফিরেছেন এ ব্যাটসম্যান। জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি পাওয়ার পর এবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন এ তরুণ। তার ব্যাটিং দেখে মুগ্ধ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, অতিসত্বর দলে ফিরে আসবে সৌম্য।
জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়ে ফেরার পর কোচ স্টিভ রোডসের অভিবাদন। ছবি : ফিরোজ আহমেদ।

অনেক দিন থেকেই বাজেসময়ের মধ্যে ছিলেন সৌম্য সরকার। তবে সে সময়ের প্রায় ইতি হতে চলেছে। আবারো রানের ধারায় ফিরেছেন এ ব্যাটসম্যান। জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি পাওয়ার পর এবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন এ তরুণ। তার ব্যাটিং দেখে মুগ্ধ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, অতিসত্বর দলে ফিরে আসবে সৌম্য। 

জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশের অধিনায়ক ছিলেন সৌম্য। আর সামনে থেকেই নেতৃত্ব দিয়ে ৮ উইকেটের দারুণ জয় তুলে নিয়েছে দলটি। ১০২ রানের একটি ঝকঝকে ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন সৌম্য। তার ইনিংস দেখার পর প্রধান নির্বাচক জানালেন, ‘সৌম্য দারুণ ব্যাটিং করেছে। আমি মনে করি ওর (সৌম্য) যেই ব্যাড প্যাচ ছিল, সেটা থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। জাতীয় লিগের শেষ ম্যাচটায় ও যথেষ্ট ভালো খেলেছে। আমার বিশ্বাস ফর্মে ফিরে আসলে আবার অতিসত্বর টিমে ফিরে আসবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলে জায়গায় হয়নি সৌম্যর। তবে নির্বাচকদের নজরেই আছেন বলে জানালেন নান্নু, ‘সৌম্য আমাদের চোখের আড়াল হয়নি। ও তো আমাদের ৩০ জনের পুলের মধ্যেই আছে। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি। এই জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে আমাদের কিছু খেলোয়াড়কে দেখতে হচ্ছে। সৌম্যকে যদি দরকার হয় নেওয়া হবে। এমন না যে, বাদ দিয়ে দিয়েছি বলে ওকে আর ডাকা হবে না। ৩০ জন খেলোয়াড় পুলের মধ্যে আছে, যাকে যখন দরকার হবে তখন দেখবেন তাকেই আমরা সুযোগ দিচ্ছি।’

তবে শুধু ব্যাটেই নয়, সৌম্য দারুণ ছন্দে বল হাতেও। জাতীয় লিগে খুলনা বিভাগের হয়ে রংপুর বিভাগের বিপক্ষে দুই হাফসেঞ্চুরির ম্যাচে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন সৌম্য। জিম্বাবুয়ের বিপক্ষেও দারুণ বোলিং করেছেন তিনি। উইকেট না পেলেও দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন। ৫ ওভার বল করে ২টি মেইডেন নিয়ে খরচ করেছেন মাত্র ৯ রান।

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka dwellers continues to deplete at a dramatic rate and may disappear far below the ground.

3h ago