সেভিয়াকে উড়িয়ে দিয়ে শীর্ষে বার্সা

জয় পেলে শীর্ষে ফিরবে বার্সেলোনা। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে দারুণ জয় পেয়েছে দলটি। সেভিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে তারা। তবে শুনতে হয়েছে দুঃসংবাদও। ইনজুরিতে পরে কমপক্ষে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন দলের সেরা তারকা লিওনেল মেসি।

জয় পেলে শীর্ষে ফিরবে বার্সেলোনা। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে দারুণ জয় পেয়েছে দলটি। সেভিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে তারা। তবে শুনতে হয়েছে দুঃসংবাদও। ইনজুরিতে পরে কমপক্ষে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন দলের সেরা তারকা লিওনেল মেসি।

ম্যাচের ২ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। তিন ডিফেন্ডারের ফাঁক দিয়ে ফিলিপ কৌতিনহোকে নিখুঁত এক পাস দেন মেসি। অফসাইডের ফাঁদ ভেঙে সে বল জালে জড়াতে কোন ভুল করেননি ব্রাজিলিয়ান মিডফিল্ডার।  চার মিনিট পরই সমতায় ফিরতে পারতো সেভিয়া। তবে ফ্রাঙ্কো ভারকুইজের শট বারে লেগে ফিরে আসে।

ব্যবধান দ্বিগুণ করতে খুব বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ১২ মিনিটে লুইস সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে কোণাকোণি এক শটে লক্ষ্যভেদ করেন বার্সা অধিনায়ক মেসি। তবে এর চার মিনি পরই বড় ধাক্কা খায় দলটি। বল দখলের লড়াইয়ে পরে গিয়ে হাতে ব্যথা পান মেসি। এরপর সাইডলাইনে প্রাথমিক চিকিৎসার পর শেষ পর্যন্ত তাকে বদলাতে বাধ্য হন কোচ।

৩৮ মিনিটে বদলী খেলোয়াড় উসমান দেম্বেলের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৫৩ মিনিটে সুয়ারেজের শট বারে লেগে বাইরে চলে যায়। দুই মিনিট পর আবার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে লক্ষ্যে রাখতে পারেননি। ৬১ মিনিটে গোল পেতে পারতো সেভিয়া।  আন্দ্রে সিলভার হেড অবিশ্বাস্য দক্ষতায় ফিরিয়ে দেন বার্সা গোলরক্ষক টের স্টেগান। ফিরতি বল শট নিয়েছিলেন ভারকুয়েজ। সে শটও ফিরিয়ে দেন গোলরক্ষক।

৬৩ মিনিটে বার্সার হয়ে দলের তৃতীয় গোল করেন সুয়ারেজ। ডি বক্সের মধ্যে এ খেলোয়াড়কে ফেলে দেন সেভিয়া গোলরক্ষক থমাস ভাসলিক। ফলে পেনাল্টি পায় তারা। আর তা থেকে সফল এক স্পটকিকে জাল খুঁজে নেন উরুগুইয়ান স্ট্রাইকার। নয় মিনিট সুয়ারেজের দারুণ একটি শট ঝাঁপিয়ে পরে ফিরিয়ে দেন সেভিয়া গোলরক্ষক।

৭৯ মিনিটে ব্যবধান কমায় সেভিয়া। পাবলো সারাবিয়ার জোরালো শট ক্লেমন্ত লিংলের শট মাথায় লেগে দিক বদলে জালে জড়ায়। ৮৮ মিনিটে আবার ব্যবধান বড় করে বার্সা। দেম্বেলের শট ঠিকভাবে বিপদমুক্ত করতে না পারলে বল পেয়ে যান ইভান রাকিতিচ। দারুণ এক কোণাকোণি শটে লক্ষ্যভেদ করেন এ ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। নয় ম্যাচে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সেভিয়া। দ্বিতীয় স্থানে থাকা আলাভেসের সংগ্রহ ১৭ পয়েন্ট।

Comments